ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
গর্ভবতীর জন্য বসে সালাত আদায় করা কি জায়েজ?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন : আমি ৭ মাসের গর্ভবতী। দাঁড়িয়ে সালাত আদায় করতে আমার কষ্ট হয়, বসে ফরজ সালাত আদায় করা আমার জন্য কি জায়েজ হবে?
প্রশ্ন করেছেন : রাহনুমা তারান্নুম ইভা রাজবাড়ী থেকে
উত্তর : ইসলামি শরিয়তে যে ব্যক্তি শারীরিকভাবে সক্ষম, তার জন্য ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা আবশ্যক। শারীরিকভাবে সক্ষমের জন্য বসে ফরজ সালাত আদায় করা জায়েজ নয়।
কিন্তু যদি দাঁড়িয়ে সালাত আদায় করা শারীরিকভাবে কষ্টকর, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বা অসম্ভব হয়, যেমন-গর্ভাবস্থা, অসুস্থতা, দুর্বলতা বা ভারসাম্য হারানোর আশঙ্কা থাকে, তবে এমন ব্যক্তির জন্য বসে সালাত আদায় করা জায়েজ ও গ্রহণযোগ্য। ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। দাঁড়িয়ে আদায় করতে না পারলে বসে আদায় করবে, আর তাও না পারলে শুয়ে আদায় করবে।’ [সহিহ বুখারি, ১১১৭]। অর্থাৎ, শারীরিক অক্ষমতার কারণে বসে বা শুয়ে সালাত আদায় করা ইসলাম অনুমোদিত।
ফকিহদের মতে, শুধু সামান্য অস্বস্তি বা ভয়ের কারণে বসে সালাত আদায় করা হয়, তবে ফরজ সালাত শুদ্ধ হবে না। তবে এ ক্ষেত্রে সুন্নাত বা নফল সালাত বসে আদায় করা যাবে।
তথ্যসূত্র : সুনানু ইবনি মাজাহ, ১২২৩;
আল-বাহরুর রায়িক, ২/১২১;
মারাকিল ফালাহ, পৃ. ১৬৫
