Logo
Logo
×

ইসলাম ও জীবন

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০৫:২৩ এএম

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

আখেরি চাহার শোম্বা। ছবি: সংগৃহীত

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। মহানবী (স.) জীবনে শেষবারের মতো এই দিনে রোগমুক্ত হন। তাঁর সুস্থতার শুকরিয়া হিসেবে মুসলমানরা প্রতি বছর আরবি সফর মাসের শেষ

বুধবার দিবসটি ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন।  

ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলিম বিশ্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পালন করে। 

এই দিনে মুসলমানরা নফল ইবাদত-বন্দেগি পালন করেন। তাই উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন বিশেষ কর্মসূচি পালন করে। এবারও ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। 

আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় আলোচনা করবেন খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়া মোস্তাকিম। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এ উপলক্ষে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকছে।

আখেরি চাহার শোম্বা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম