Logo
Logo
×

ইসলাম ও জীবন

হাটের হাসিল না দিলে কুরবানি হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৯:০৪ এএম

হাটের হাসিল না দিলে কুরবানি হবে?

প্রশ্ন: কুরবানির সময় গরু কেনার পর হাসিল দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কি কোন সমস্যা হবে?

উত্তর: হাসিল হাটের ভাড়া। এটি হাট কর্তৃপক্ষের হক। যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়। তাই এ টাকা পরিশোধ করা জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গুনাহ হবে। 

তাই কেউ হাসিল না দিয়ে থাকলে হাট কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দিতে হবে। অবশ্য হাসিল না দেওয়ার কারণে কুরবানি নাজায়েজ হয়ে যাবে না। হাসিল কুরবানির অংশ নয়। তবে এটি হাট কর্তৃপক্ষের হক। তাই এটি আদায় করা জরুরি।

গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ’র ফতোয়া অবলম্বনে-

হাট হাসিল কুরবানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম