Logo
Logo
×

ইসলাম ও জীবন

মসজিদে প্রবেশের সময় জোরে সালাম দেওয়া যাবে?

Icon

ইসমাঈল সিদ্দিকী

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম

মসজিদে প্রবেশের সময় জোরে সালাম দেওয়া যাবে?

প্রশ্ন: অনেক মুরব্বিকে দেখা যায় আজানের পর মসজিদে প্রবেশ করে উঁচুস্বরে সালাম দিতে। অথচ তখন মসজিদে কেউ নামাজ পড়ছে, কেউ তেলাওয়াত করছে, আবার কেউবা তাসবি-তাহলিল পড়ায় মগ্ন আছে। এখন আমার জানার বিষয় হচ্ছে, মসজিদে প্রবেশ করার সময় জোরে সালাম দেওয়ার ব্যাপারে শরিয়ত কি বলে? 

উত্তর: মসজিদে প্রবেশের সময় নামাজে বা অন্য কোনো ইবাদতে লিপ্ত নেই এমন কারও মুখোমুখি হলে অন্য কোনো মুসল্লির ইবাদতে ব্যাঘাত না করে নিম্নস্বরে সালাম দেওয়া যাবে। কিন্তু যদি মুসল্লিরা নিজ নিজ ইবাদতে মশগুল থাকেন, সেক্ষেত্রে সালাম দেওয়া থেকে বিরত থাকা কর্তব্য। 

আর মসজিদে অন্যের ক্ষতি হয় এমন উঁচুস্বরে সালাম দেওয়া সঠিক নয়। ইমাম সাহেবদের দায়িত্ব হলো মানুষকে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে বিষয়টি বুঝিয়ে দেওয়া। 

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২৫; আল বাহরুর রায়েক : ৮/২০৭; রদ্দুল মুহতার : ১/৬১৬

মসজিদ প্রবেশ সালাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম