Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজের সময়সূচি: ২৩ আগস্ট ২০২৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০১:৩৮ এএম

নামাজের সময়সূচি: ২৩ আগস্ট ২০২৩

ফাইল ছবি

প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইমান গ্রহণের পর প্রথম এবং প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি।

কেননা, পরকালে সব মুসলমানের কাছে প্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তির নামাজের হিসাব দিতে সহজ হবে, তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে। নামাজ আদায়ের সময় অবশ্যই গুরুত্বসহকারে আদায় করতে হবে। নামাজ আদায়ে দায়সারা ভাব দেখানো মোটেই উচিত নয়।

আজ বুধবার, ২৩ আগস্ট ২০২৩ (৮ ভাদ্র, ১৪৩০ বাংলা, ৬ সফর ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি-

ফজর: ৪টা ১৭ মিনিট * জোহর: ১২টা ০৫ মিনিট * আসর: ৪টা ৩৭ মিনিট * মাগরিব: ৬টা ৩৩ মিনিট * এশা: ৭টা ৫০ মিনিট

ফজর (বৃহস্পতিবার, ২৪ আগস্ট): ৪টা ২০ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–

বিয়োগ করতে হবে–

চট্টগ্রাম: ৫ মিনিট * সিলেট: ৬ মিনিট *

যোগ করতে হবে–

খুলনা: ৩ মিনিট * রাজশাহী: ৭ মিনিট * রংপুর: ৮ মিনিট * বরিশাল: ১ মিনিট

সূর্যোদয় (বুধবার, ২৩ আগস্ট):  ৫টা ৩৪ মিনিট


 

নামাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম