Logo
Logo
×

ইসলাম ও জীবন

বিশ্ব ইজতেমার শুরু যেভাবে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

বিশ্ব ইজতেমার শুরু যেভাবে

১৯২০ সালে ভারতের মেওয়াত অঞ্চলে তাবলিগের মূল কার্যক্রম শুরু করেছিলেন মাওলানা ইলিয়াস। তাবলিগের কাজ সম্প্রসারিত হলে তিনি এলাকাভিত্তিক সম্মিলন বা ইজতেমার আয়োজন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৪৬ সালে মাওলানা আবদুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্ধলভী।

১৯৫৪ সালে ঢাকায় লালবাগ শাহি মসজিদ ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠিত বার্ষিক ইজতেমায় যোগ দেন প্রায় ৫ হাজার মুসল্লি। ১৯৫৪ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পেও তাবলিগের ইজতেমা আয়োজিত হয়। ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত হয় আরও একটি ইজতেমার। ১৯৬০ সালে ঢাকার রমনা উদ্যানে অনুষ্ঠিত ইজতেমাই ছিল প্রথমবারের মতো বড় পরিসরের আয়োজন। যেখানে যোগ দিয়েছিলেন প্রায় ১৫ হাজার মুসল্লি। এর পর ১৯৬২ ও ১৯৬৫ সালে রমনায় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৯৬৫ সালে রমনায় অনুষ্ঠিত ইজতেমায় সমাগম হয় প্রায় ২৫ হাজার মুসল্লির। সেখানে স্থান সংকুলান সম্ভব হয়নি। ইজতেমায় মুসল্লি ও অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ১৯৬৬ গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমা।

১৯৬৬ সালের পর থেকে প্রতিবছরই ‘কহর দরিয়া’খ্যাত তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবা-নালা, উঁচু-নিচু জমি মিলিয়ে ১৬০ একর জায়গার বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এ ইজতেমা, যা বিশ্ব ইজতেমা নামে বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত। সে হিসাবে এবার ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ পর্ব। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
 

তাবলিগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম