Logo
Logo
×

ইসলাম ও জীবন

স্ত্রীকে ‘আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

স্ত্রীকে ‘আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?

প্রশ্ন : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ?

উত্তর : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা ইসলামি শরিয়তে মাকরুহ। রাসুল (সা.) এসব অপছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে— ‘এক ব্যক্তি নিজ স্ত্রীকে বলল, হে আমার বোন। রাসুল (সা.) তা শুনে জিজ্ঞেস করলেন, ‘সে কি তোমার বোন?’ তিনি তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২২০৪)

বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আপু আর স্বামীকে ভাইয়া বলে সম্বোধন করা মুমিনের জন্য মোটেও সমীচীন নয়। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)

উত্তর দিয়েছেন : মুফতি তোফায়েল গাজালি।
 

বিয়ে বিচ্ছেদ নিয়ম বিধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম