Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

ইসলামে খতনার বিধান?

Icon

আবু সাইদ

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:০০ এএম

ইসলামে খতনার বিধান?

প্রশ্ন : অনেকে বলেন, খতনা বা মুসলমানি করানো সুন্নত? এর বাস্তবতা জানতে চাই!

উত্তর : খতনা মুসলমানদের হাজার বছরের সংস্কৃতি। এটি সুন্নত। যুগে যুগে বড় বড় নবি-রাসূলও এ সুন্নত পালন করেছেন। প্রথম এ সুন্নত পালন করেছেন হজরত ইবরাহিম (আ.)। হজরত সাইদ ইবনে মুসাইয়াব (রহ.) থেকে বর্ণিত, হজরত ইবরাহিম (আ.) হলেন খতনার সুন্নত পালনকারী প্রথম ব্যক্তি। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ২৬৪৬৭)।

হজরত নবি করিম (সা.) বলেন, ফিতরাত (তথা নবিদের (সা.) সুন্নত) পাঁচটি-খতনা করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উঠানো, গোঁফ ছোট করা এবং নখ কাটা। (সহিহ বোখারি, হাদিস, ৬২৯৭)। শারীরিকভাবে শক্ত-সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময়ে ছেলে শিশুদের খতনা করিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। আর কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি খতনা না করা হয় অথবা বয়স্ক হওয়ার পর কেউ ইসলাম গ্রহণ করে, তাহলেও তার খতনা করা জরুরি। ইবনে শিহাব যুহরী (রহ.) বলেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করত, তখন সে বড় হলেও তাকে খতনা করার আদেশ করা হতো। (আলআদাবুল মুফরাদ, হাদিস : ১২৫২)।

নান্দিনা, জামালপুর

 

মুসলমানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম