দোয়ায়ে কুনুত শেষ হওয়ার আগে ইমাম রুকুতে চলে গেলে করণীয়
মুফতি জাওয়াদ তাহের
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: রমজান মাসে ইমামের সঙ্গে বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়ার আগেই যদি ইমাম রকুতে চলে যায়। তাহলে মুক্তাদির করণীয় কী?
উত্তর: জামাতে বিতির আদায়কালে যদি মুকতাদির দোয়ায়ে কুনুত পূর্ণ হওয়ার আগেই ইমাম রুকুতে চলে যায়, তাহলে মুক্তাদি দোয়ায়ে কুনুত পূর্ণ করার জন্য দাঁড়িয়ে না থেকে ইমামের সঙ্গে রুকুতে শরিক হয়ে যাবে।
কারণ দোয়ায়ে কুনুতের ওয়াজিব যে কোনো দোয়া পাঠ করার মাধ্যমে আদায় হয়ে যায়। অনুরূপ প্রসিদ্ধ দোয়াটির অংশ বিশেষ পাঠ করার মাধ্যমেও ওয়াজিব আদায় হয়ে যায়।
কুনুতের প্রসিদ্ধ দোয়াটি পূর্ণ পড়া সুন্নাত। ইমামের অনুসরণ করা যেহেতু ওয়াজিব তাই সুন্নাত আদায়ের জন্য ওয়াজিব লঙ্ঘনের অবকাশ নেই।
সূত্র: আদদুররুল মুখতার: ১-৪৬৭
আরও পড়ুন: যে ৯ সময়ে নিশ্চিত দোয়া কবুল হয়
