Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজের সময়সূচি: ১৪ মে ২০২৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০১:০৯ এএম

নামাজের সময়সূচি: ১৪ মে ২০২৪

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ।

আজ মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ইংরেজি, ৩১ বৈশাখ, ১৪৩১ বাংলা, ৫ জিলকদ ১৪৪৫ হিজরি।

দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি- ফজর: ৩টা ৫৫ মিনিট * জোহর: ১১টা ৫৮ মিনিট * আসর: ৪টা ৩২ মিনিট * মাগরিব: ৬টা ৩৬ মিনিট * এশা: ৭টা ৫৮ মিনিট।

ফজর (বুধবার, ১৫ মে): ৩টা ৫৯ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে– বিয়োগ করতে হবে– চট্টগ্রাম: ৫ মিনিট * সিলেট: ৬ মিনিট যোগ করতে হবে– খুলনা: ৩ মিনিট 

* রাজশাহী: ৭ মিনিট * রংপুর: ৮ মিনিট * বরিশাল: ১ মিনিট

সূর্যোদয় (মঙ্গলবার, ১৪ মে): ৫টা ১৭ মিনিট

নামাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম