Logo
Logo
×

ইসলাম ও জীবন

ফরজ নামাজে এক রাকাতে একাধিক সুরা পড়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

ফরজ নামাজে এক রাকাতে একাধিক সুরা পড়া যাবে?

প্রশ্ন: ফরজ নামাজে এক রাকাতে একাধিক সুরা পড়ার হুকুম কী? এ কারণে কি নামাজের কোনো অসুবিধা হবে?

উত্তর: ফরজ নামাজে এক রাকাতে সুরা ফাতেহার পর একাধিক সুরা না পড়াই উত্তম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক সুরার পর রুকু এবং সিজদা করে তার হক আদায় কর।  (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৩৭৩০)

তবে এক রাকাতে একাধিক সুরা পড়াও জায়েয আছে। কোনো কোনো সাহাবি এবং তাবেয়ি থেকে ফরজ নামাজেও এক রাকাতে সুরা ফাতেহার পর একাধিক সুরা পড়ার কথা বর্ণিত আছে, যেমন আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে, তিনি ফরজ নামাজের এক রাকাতে একত্রে দুটি সুরা পড়তেন।  (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৩৭১৪)

আতা (রহ.) বলেন, ফরজ নামাজে এক রাকাতে দুটি সুরা বা দুই রাকাতে একটি সুরা পড়লে অসুবিধা নেই।  (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৩৭১৫)

উল্লেখ্য, এখানে মূল বিষয় হল, মাসনুন কিরাতের প্রতি লক্ষ্য রাখা।

হজরত ঈসার (আ.) অনুসারীদের হাওয়ারী বলা হয় কেন?

 

ফরজ নামাজ রাকাত সুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম