রমজানে জাকাত দেওয়ার আলাদা তাৎপর্য আছে?
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৩২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জাকাত তো সবসময় দেওয়া যায়, তবে রমজান মাসে জাকাত দেওয়া সম্পর্কে ইসলামের বিশেষ কোনো বিধান আছে কী?
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্যমতে রমজানুল মুবারক মাসটি অত্যন্ত বরকত পূর্ণ মাস। এ মাসে যেমনিভাবে ফরজ নামাজ ও তারাবির নামাজ আদায়ের নির্দেশ রয়েছে, তেমনিভাবে কুরআন তিলাওয়াত, আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি ব্যয় করা এবং অন্যান্য কল্যাণকর ও নেকীর কাজে অধিক পরিমাণে দান-খয়রাত করারও নির্দেশ রয়েছে।
২। এ রমজানুল মুবারক মাসটির বরকতে সব নেক কাজের সওয়াবের পরিমাণ বেড়ে যায়। যেমন- এ রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদতের সওয়াব ৭০টি ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায়। সুতরাং বান্দা যে পরিমাণ নফল নামাজ আদায় করবে সেই পরিমাণ ফরজ নামাজের সওয়াব পাবে।
নামাজের মধ্যে কুরআনের যে পরিমাণ অংশ তিলাওয়াত করবে, সেই পরিমাণ অংশের ফরজ কেরাতের সওয়াব পাবে, যতটুকু জিকির করবে জিকিরের প্রতিটি শব্দের বিনিময়ে ফরজ ইবাদতের সওয়াব পাবে, যে পরিমাণ দুরূদ শরীফ পড়বে, প্রত্যেকটা দুরূদের বদলায় ফরজ দুরূদ পড়ার সওয়াব পাবে, যে পরিমাণ মাল সদকা করবে সে পরিমাণ মালের বদলায় ফরজ জাকাতের সওয়াব পাবে।
সুতরাং সকলের উচিত হলো, এ রমজানুল মুবারকে সব ধরনের নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করা। বিশেষ করে ‘জাকাত’ যা ইসলামের পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ এবং বৎসরে তা একবার আদায় করতে হয়।
সারা বৎসরের মধ্যে রমজান মাসেই এ জাকাত আদায়ের চেষ্টা করবে। তবে সারা বৎসরের যে-কোনোসময়ে জাকাত আদায় করলেও চলবে। কিন্তু রমজান মাসে আদায় করলে সত্তরটা জাকাত আদায়ের সওয়াব পাওয়া যাবে।
সুতরাং রমজান মাসেই জাকাত আদায় করা চাই। কেননা, রমজান মাস যেমনিভাবে ফরজ রোজা পালনের মাস, ঠিক তদ্রুপ জাকাত আদায়েরও মাস। তবে পার্থক্য শুধু এতোটুকু যে, ‘জাকাত’ রমজান ছাড়া যে-কোনোমাসে আদায় করা যায়। কিন্তু ‘রোজা’ বিনা ওজরে রমজান ছাড়া অন্য মাসে আদায় করা জায়েজ নেই।
হজরত উসমান রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- হে লোক সকল! রমজান মাস জাকাত আদায়ের মাস। সুতরাং তোমরা নিজেদের সম্পদ হিসাব করে যদি নেসাব পরিমাণ পাও, তাহলে এ মাসেই জাকাত আদায় করো। আর যদি কেউ ঋণগ্রস্ত হও, তাহলে ঋণ পরিশোধ করো এবং জাকাত আদায় করো।
কেউ কেউ রমজানের রোজা তো রাখে বটে, তারাবিও পড়ে থাকে এবং অন্যান্য নেকির কাজও করে থাকে, কিন্তু ফরজ জাকাত আদায় করে না। করলেও গুরুত্বের সঙ্গে করে না। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক নিয়মে জাকাত প্রদান করার তাওফিক দান করুন, আমীন।

