Logo
Logo
×

ইসলাম ও জীবন

আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে রোজা হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে রোজা হবে?

প্রশ্ন: আমার ফোনের সময় হঠাৎ ওলটপালট হয়ে যায়, যা আমি জানতাম না। আর এই কারণে আমাদের ৫ জনের ইফতার ৪-৬ মিনিট আগে হয়েছে। তাই এখন আমাদের রোজা হবে কি?

উত্তর: জেনে বা ইচ্ছেকৃত না করার কারণে সময়ের আগেই ইফতারি করার কারণে আপনাদের কোন গুনাহ হবে না। কিন্তু সময়ের আগেই খাবার গ্রহণ করার কারণে রোজাটি ভেঙে গেছে। তাই রমজান পরবর্তী সময়ে এই রোজাটি কাজা করে নিতে হবে।

আউন (রহ.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনে সীরীন রাত্র বাকি আছে ভেবে সেহরি খেলেন। তারপর জানতে পারলেন, তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন তখন তিনি বললেন, ‘আমি আজ রোজাদার নই।’ (অর্থাৎ আমাকে এ রোজার কাজা করতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৪৯, হাদিস নং-৯১৩১, ৯০৩৮) 

আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে ওমর রা.-এর কাছে ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুয়াযযিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। 

তখন ওমর রা. বললেন, ‘যারা ইফতারি করে ফেলেছে তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৫০, হাদিস নং-৯১৩৮, ৯০৪৫)

হজরত ইবনে জুরাইজ রহ. বলেন, আমি আতা রাহ.-কে জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা রাহ. বললেন, হাঁ, (শুধু কাজা করবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস : ৯১৪৭)

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম