মক্কার হোটেল থেকে হারামের জামাতে নামাজ পড়া যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ০৬:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: হজ বা ওমরার সফরে অনেকে হারাম শরিফ থেকে অনেক দূরে, যেখানে কাতারের কোনো সংযোগ নাই, অথচ মূল জামাতের সঙ্গে নামাজ পড়েন। এভাবে তাদের নামাজ সহিহ হবে?
উত্তর: ইকতিদা সহিহ হওয়ার জন্য কাতারের সংযোগ (ইত্তেসাল) থাকা জরুরি। কিন্তু মক্কা টাওয়ারে, যমযম টাওয়ারে, সাফওয়া টাওয়ারে মসজিদে আবু বকর, মসজিদে উমর থেকে, মিসফালা, হিজরারোড, কবুতর চত্তর এবং আশেপাশের অন্যান্য হোটেলের নিচতলা থেকে ইকতিদা করলে বাইতুল্লাহর জামাতের সঙ্গে সংযোগ থাকে না।
ওই জায়গাগুলো যদিও হারামের সীমানার ভেতরে, কিন্তু সেটা মসজিদের অংশ নয়। বরং মসজিদের চত্ত্বর। আর মূল মসজিদের বাইরে ইকতিদা সহিহ হওয়ার জন্য ইত্তেসাল (কাতারের সংযোগ) আবশ্যক।
তাই দূর থেকে শব্দ শোনে ইকতিদা করা সহিহ হবে না। কেননা শব্দ শোনা যাওয়া ইকতিদা সহিহ হওয়ার মানদণ্ড নয়। বিষয়টা নিয়ে সৌদি সরকার এতো উদাসীন কেন সেটা আমাদের বোধগম্য নয়।
আরও পড়ুন- কুরবানির নিসাবে এক বছর পূর্ণ হওয়া জরুরি?
তবে যারা দূর থেকে ইকতিদা করেন তারা পুরোটাই আবেগতাড়িত হয়ে করেন। তাদের এই কাজ শুদ্ধতার মানদণ্ডে উপণিত নয়। তাই আবেগ দিয়ে নয়। বরং শরীয়ত মানতে হবে দলীলের আলোকে।
সূত্র: বাদায়েউস সানায়ে : ১/১৪৬ , ফতোয়া হিন্দিয়া: ১/৮৭
উত্তর দিয়েছেন- মুফতি ইসহাক মাহমুদ
মুফতি ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, ঢাকা
