কুরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কী করবেন?
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন : আমার ওপর কুরবানি ওয়াজিব। গত পরশু দিন হাট থেকে কুরবানির গরু ক্রয় করে আনার পর তা চুরি হয়ে যায়। আমি কি নতুন করে কুরবানির গরু ক্রয় করব, নাকি হারিয়ে যাওয়া গরু দিয়েই আমার কুরবানি আদায় হয়ে যাবে?
উত্তর : যদি কোনো মুসলমান জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সমমূল্যের সম্পদের মালিক হন তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব।
কুরবানির পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায়, মারা যায় বা চুরি হয়ে যায়, তাহলে যার উপর কুরবানি আবশ্যক তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানি দেওয়া ওয়াজিব।
আর যার ওপর কুরবানি আবশ্যক নয়, তার কুরবানির পশু চুরি হয়ে গেলে, মারা গেলে বা হারিয়ে গেলে নতুন আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা ওয়াজিব নয় যেমন আগেও তার ওপর ওয়াজিব ছিল না। (বাদায়েউস সানায়ে ৪/২১৬, খোলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯)।

