Logo
Logo
×

ইসলাম ও জীবন

ঈদের নামাজে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবেন?

মুহাম্মদ এনায়েত কবীর

মুহাম্মদ এনায়েত কবীর

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম

ঈদের নামাজে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবেন?

রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ গুনছেন অপেক্ষার প্রহর। আমাদের সমাজে এটি বকরা ঈদ এবং কুরবানির ঈদ নামেও পরিচিত। এই দিনটি শুরু হবে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে। অন্যান্য নামাজের মতো ঈদের নামাজেও রাকাত ছুটে যেতে পারে। তখন করণীয় কী? ছুটে যাওয়ার নামাজ কিভাবে আদায় করবেন?

কেউ প্রথম রাকাতে ইমাম কেরাত শুরু করার পর নামাজে শরিক হলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪।

কেউ ইমামকে রুকুতে পেলো। এখন যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলে ইমামকে  রুকুতে ধরতে পারবে বলে মনে হয় তাহলে তাই করবে।

আর যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না বলে মনে হয় তাহলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবে। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ আদায় করবে। আলবাহরুর রায়েক: ১/১৬১।

দ্বিতীয় রাকাতে নামাযে শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে সুরা-কেরাত পড়বে এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবে। অর্থাৎ ছুটে যাওয়া প্রথম রাকাত আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের মতো রুকুর আগে অতিরিক্ত তাকবির বলবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৮১৩।

কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর পর বা তাশাহুদের পর জামাতে শরিক হয় তার করণীয় কী? এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সুরা কেরাতের আগেই অতিরিক্ত তাকবিরগুলো বলবে। আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর অতিরিক্ত তাকবির বলে নামাজ শেষ করবেন। ফাতাওয়া খানিয়া ১/১৮৫।

ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ব্যাপার। অন্য নামাজের তুলনায় ঈদের নামাজ ছুটে গেলে বেশ বিরক্তি সৃষ্টি হয়। কারণ অন্য নামাজগুলোর চাইতে এই নামাজের পদ্ধতিগত কিছু ভিন্নতা রয়েছে। তাই অলসতা ও অবহেলার কালো মেঘে যেন না ঢেকে যায় ঈদ আনন্দের প্রথম আমলটি। এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি।

লেখক: শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা- ১২১৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম