Logo
Logo
×

ইসলাম ও জীবন

নতুন ফল খাওয়ার দোয়া

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

নতুন ফল খাওয়ার দোয়া

নতুন ফলমূলের ঘ্রাণে ম-ম করছে আশপাশ। সাধারণত গ্রীষ্মকালে নানা ধরনের ফল ওঠে বাজারে। তবে সেগুলো গড়ায় বর্ষা অবধি। 

ফলের ঝুড়ি আর খাবার টেবিলগুলো ভরে ওঠে— আম, জাম, কাঁঠাল ও লিচুসহ হরেক রকম ফলে। সে–ও বাংলাদেশের এক অনিন্দ্যসৌন্দর্য।

মৌসুমের নতুন ফল কিংবা যেকোনো নতুন ফল দেখলে আল্লাহর রাসুল (সা.) একটি দোয়া পড়তেন। 

তাই যেকোনো সময় মওসুমের কিংবা সাধারণ নতুন ফল দেখলে বা খেলে এই দোয়া পড়া সুন্নত।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন- সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল (সা.)-এর খেদমতে পেশ করতেন। 

আর তিনি তা গ্রহণ করে এই দোয়া পড়তেন—

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فيْ ثَمَرِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مَدِيْنَتِنَا. وَبَارِكْ لَنَا فِيْ صَاعِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مُدِّنَا

উচ্চারণ: আল্লাাহুম্মা বারিক লানা ফী সামারিনা ওয়া বাারিক লানাা ফী মাদীনাতিনা ওয়া বাারিক লানা ফী সা ’ইনাা ওয়া বাারিক লানা ফী মুদ্দি না।

অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন, আমাদের শহরে বরকত দিন, আমাদের সা‘ তথা বড় পরিমাপক যন্ত্রে বরকত দিন, আমাদের মুদ্দ তথা ছোট পরিমাপক যন্ত্রে বরকত দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম