Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজের ভেতর নিয়ত পরিবর্তন করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম

নামাজের ভেতর নিয়ত পরিবর্তন করা যাবে?

প্রশ্ন: আমি ফজরের নামাজ পড়তে পারিনি। পরে জোহরের আগে ফজরের কাজা পড়ার কথা ছিল, কিন্তু ভুলে জোহরের সুন্নতের নিয়ত করে দাঁড়াই। নামাজের মধ্যে মনে পড়লে আমি নিয়ত বদল করে দুই রাকাত ফজরের কাজা পড়ি। এটা কি সহিহ হয়েছে?

উত্তর: শরিয়তের বিধান অনুযায়ী, নামাজের শুরুতেই যে নিয়ত করা হয়- চাই তা অন্তরে হোক বা মুখে উচ্চারণ করে, নামাজ সেই নিয়ত অনুযায়ী গণ্য হয়। একবার নামাজ শুরু হয়ে গেলে নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করলে তা কার্যকর হয় না।

আপনার ক্ষেত্রে, যেহেতু আপনি নামাজের শুরুতে জোহরের সুন্নতের নিয়ত করেছিলেন, তাই আপনার নামাজ জোহরের সুন্নত হিসেবেই গণ্য হবে। পরে নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করে ফজরের কাজার নিয়ত করলেও তা সহীহ হবে না।

এছাড়া যেহেতু জোহরের সুন্নত সাধারণত চার রাকাত, আর আপনি আদায় করেছেন মাত্র দুই রাকাত, তাই সেই নামাজটি পূর্ণ সুন্নতও হয়নি। ফলে আপনার আদায়কৃত নামাজটি নফল নামাজ হিসেবে ধর্তব্য হয়েছে।

সূত্র: আল বাহরুর রায়েক. ১০/২, আদদুরুল মুখতার-৪১৫-৪১৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম