Logo
Logo
×

ইসলাম ও জীবন

অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয় কী

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয় কী

প্রশ্ন: কোনো মুসলমান ব্যক্তি যদি রাস্তায় কোন টাকা পয়সা বা সোনা-গয়না পায় সেটা কি নেওয়া জায়েজ? যদি নিয়ে থাকে তাহলে করণীয় কী?

উত্তর: রাস্তায় পড়ে থাকা জিনিস যদি খুব একটা দামি না হয়, যেমন- বিশ, পঞ্চাশ বা একশ টাকা মূল্যের কোনো জিনিস হয়, তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করুন মালিককে খুঁজে বের করতে। প্রয়োজনে কিছুদিন কুড়িয়ে পাওয়া বস্তুটি বেশ যত্নের সঙ্গে নিজের কাছে রেখে দেবেন। এর মধ্যে মালিক পেয়ে গেলে দিয়ে দেবেন। আর মালিক না পেলে কোনো গরিব মানুষকে যার বস্তু তার নামে সদকা করে দেবেন।

কুড়িয়ে পাওয়া জিনিস যদি আরেকটু বেশি দামের হয়, তাহলে মালিককে খোঁজার সম্ভাব্য সব চেষ্টা করবেন। প্রয়োজনে মাইকিং করবেন। পণ্যের দাম অনুযায়ী মনে করলে টিভি-পত্রিকায় বিজ্ঞাপনও দেবেন। এসব কষ্ট আপনি আল্লাহর সন্তষ্টির নিয়তেই করবেন। 

তবে মালিককে খুঁজতে গিয়ে আপনার যে পরিমাণ অর্থ খরচ হবে তা চাইলে আপনি ওই ব্যক্তির থেকে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিতে পারবেন। যদি মালিক পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। মালিককে ফেরত দেবেন। আর যদি মালিক পাওয়া না যায়, তাহলে শরিয়তের নির্দেশ হল, এক বছর পর্যন্ত মালিকের জন্য অপেক্ষা করবেন। কুড়িয়ে পাওয়া বস্তুটি যত্নের সঙ্গে নিজ হেফাজতে রাখবেন। 

এক বছর পার হয়ে যাওয়ার পরও যদি মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে আপনার দায়িত্ব হল, মূল মালিকের নামে ওই বস্তুটি সদকা করে দেয়া। 

ফকিহরা বলেছেন, আপনি যদি নিজেকে অভাবী মনে করেন, তাহলে চাইলে নির্ধারিত সময়ের পর কুড়িয়ে পাওয়া বস্তু মালিকের কাছে ফেরত দিতে না পারলে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের গুনাহ হবে না। তবে ফুকাহায়ে কেরামের মতে, কুড়িয়ে পাওয়া জিনিস মসজিদে দান করা নিষেধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম