Logo
Logo
×

ইসলাম ও জীবন

জিপিএফ তহবিলে টাকা জমানো জায়েজ?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

জিপিএফ তহবিলে টাকা জমানো জায়েজ?

প্রশ্ন: আমার জিপিএফ অ্যাকাউন্টটি ইতোপূর্বে সুদবিহীন অবস্থায় বেশি টাকা জমাতাম। এখন ৫ শতাংশ সুদসহ রাখা শুরু করতে চাই যা জায়েজ বলে জানতে পারি। 

আমার প্রশ্ন হলো- এখন আমার ইতোপূর্বে জমাকৃত সুদবিহীন টাকা রাখা জায়েজ হবে কিনা বা আলাদা করতে হবে কিনা যেহেতু এটা অনেক জটিল প্রক্রিয়া।

উত্তর: সরকারি জিপিএফ তহবিলে যত অংশ বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হচ্ছে এবং এর উপর যে লভ্যাংশ দিয়ে থাকে, নামে তা সুদ হলেও এটি সুদ নয়। এটি হালাল।

আর আপনি স্বেচ্ছায় যে অংশ কর্তন করাচ্ছেন তার উপর প্রদত্ত লভ্যাংশ সুদ। এটি হালাল নয়।

উদাহরণস্বরূপ, সরকার বাধ্যতামূলকভাবে আপনার বেতন থেকে ৫% কেটে রাখে। এর বিপরীতে আপনাকে যে লভ্যাংশ দেবে সেটি আপনার জন্য হালাল।

আপনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বেতনের ২০% কর্তন করান। তবে ১৫% এর মোকাবিলায় প্রদত্ত লভ্যাংশ সুদ হিসেবে সাব্যস্ত হবে। এটি আপনার জন্য হালাল হবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম