দাঁতে ক্যাপ লাগানো থাকলে ওজু-গোসল হবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: নেইলপলিশ থাকলে যদি ফরজ গোসল সহি না হয়, তাহলে দাঁতে ক্যাপ পরা থাকলে ফরজ গোসল সহি হবে কি? দাঁতের ক্যাপ খোলা সম্ভব না। আর ওই স্থানের ভেতরে পানি পৌঁছানোও অসম্ভব। এখন করণীয় কী হবে?
উত্তর: দাঁতে ক্যাপ পরানো অবস্থায় অজু-গোসল করতে কোনো অসুবিধা নেই।কেননা এটা একান্ত প্রয়োজন এবং চিকিৎসার অন্তর্ভুক্ত।
এ ক্ষেত্রে শরিয়তের অনুমতি আছে। কিন্তু হাতে নেইলপলিশ কিংবা অন্য কোনো প্রসাধনী- যেগুলো ব্যবহারে অজু-গোসলের সময় শরীরে পানি পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, সেগুলো ব্যবহারে প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নেই। বরং এগুলো ক্ষেত্রবিশেষে অতিরঞ্জন এবং বিলাসিতা।কাজেই দুটি একই পর্যায়ের অন্তর্ভুক্ত নয়।
দাঁতে যদি এমনভাবে ক্যাপ লগানো হয় যা সহজে খোলা যায় না, তাহলে তার হুকুম সাধারণ দাঁতের মতো, এ রকম ক্যাপ লাগানো অবস্থায় কুলি করলে অজু গোসল শুদ্ধ হবে এবং অজুর সময় কুলি করার সুন্নতও আদায় হয়ে যাবে।
আর যদি ক্যাপ এমন হয় যে, তা দাঁত থেকে সহজে খুলে আবার লাগানো যায়, তাহলে ফরজ গোসল শুদ্ধ হওয়ার জন্য ক্যাপ খুলে কুলি করতে হবে। অজুর সময় কুলি করার সুন্নত আদায় করতে চাইলে ক্যাপ খুলে অজু করতে হবে।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৩৬, ১/১৩, ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া-১/৬৬১, আপকে মাসায়েল আওর উনকা হল-২/৫২।
