Logo
Logo
×

ইসলাম ও জীবন

এক বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে করণীয় কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম

এক বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে করণীয় কি?

প্রশ্ন: তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে যদি আত্তাহিয়াতুর কিছু অংশ পড়ে যদি আবার আত্তাহিয়াতু পড়ি তাহলে কি সাহু সেজদা আসবে?

উত্তর: একাকী নামাজ আদায়কারী হোক কিংবা ইমাম হোক উভয়ের কেউ যদি নামাজের প্রথম বৈঠকে ভুলে দুইবার তাশাহুদ পড়ে ফেলে তাহলে দ্বিতীয়বার পড়ার কারণে নামাজের শেষে তাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ নামাজের তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ফরজ। 

আর প্রথম বৈঠকে দুইবার তাশাহুদ পড়ার কারণে পরবর্তী ফরজের জন্য দাঁড়াতে দেরি হয়েছে, এজন্য সেজদায়ে সাহু দিতে হবে। কিন্তু যদি প্রথমবার তাশাহুদের কোনো অংশ ভুল হয় তাহলে তার সংশোধনের নিমিত্তে সেই অংশটুকু পুণরায় পড়া যাবে।

আর মুক্তাদি যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে তার কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। কেননা ইমামের দাঁড়ানো আগে যেহেতু মুক্তাদীর পরবর্তী রাকাতে দাঁড়ানোর সুযোগ নেই তাই তিনি ওই সময়ে পুণরায় তাশাহুদও পড়তে পারেন।

পক্ষান্তরে নামাজের শেষ বৈঠকে যদি কেউ একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। শেষে সেজদা সাহুও দিতে হবে না। ইমাম, মুক্তাদি, মুনফারিদ সকলের জন্য একই বিধান প্রযোজ্য। তবে তাশাহহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম