Logo
Logo
×

ইসলাম ও জীবন

প্রতিদিনের সহজ ৬টি আমল

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম

প্রতিদিনের সহজ ৬টি আমল

এমন কিছু আমল আছে যা আমরা চাইলেই প্রতিদিনই করতে পারি। এমন সহজ ৬টি আমল দেখে নিন। আমল করুন, আর সওয়াব আল্লাহর পক্ষ থেকেই পাবেন ইনশাআল্লাহ। 

আমলগুলো হলো: 

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। (সহি তারগিব ৩১৬)

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। (আবু দাউদ ৫২৭)

৩. নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন। রাসুল (সা.) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন। (আবু দাউদ ৪৮০০)

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়লে তার জন্য জাহান্নাম হারাম। (সহি বুখারী ৬৪২৩)

৫. ওজুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। (সুনানে ইবনে মাজাহ ৪৭০)

৬. প্রতিদিন অন্তত কয়েকবার হলেও ‘সূরা ইখলাস’ পাঠ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। (মিশকাতুল মাসাবিহ ২১৬০)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুক। আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম