Logo
Logo
×

ইসলাম ও জীবন

কঠোর পরিশ্রমের পরও চাকরিতে উন্নতি নেই? এই দোয়া পড়ুন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪২ এএম

কঠোর পরিশ্রমের পরও চাকরিতে উন্নতি নেই? এই দোয়া পড়ুন

পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় বক্তা মাওলানা আজাদ জামিল চাকরি ও পেশাগত উন্নতির জন্য একটি বিশেষ আমল করার পরামর্শ দিয়েছেন।  দেশটির এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সম্প্রতি রমজান উপলক্ষে এক্সপ্রেস এন্টারটেইনমেন্টের বিশেষ অনুষ্ঠান ‘পিয়ারা রমজান’-এ এই পরামর্শ দেন।  

অনুষ্ঠানে এক দর্শক ক্যারিয়ারের অগ্রগতি নিয়ে প্রশ্ন করেন। তিনি জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও বহুদিন ধরে তিনি পদোন্নতি পাচ্ছেন না, যা তাকে হতাশাগ্রস্ত করেছে।  

উপস্থাপিকা জাভেরিয়া সউদ দর্শকের প্রশ্নটি পড়ে শোনানোর পর মাওলানা আজাদ জামিল বলেন, পেশাগত জীবনে উন্নতি শুধু ব্যক্তিগত যোগ্যতার ওপর নির্ভর করে না, অনেক সময় বাহ্যিক কারণ ও কর্মক্ষেত্রের পরিবেশও এতে বড় ভূমিকা রাখে। 

তিনি পরামর্শ দেন, যারা চাকরির উন্নতি, বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান, তারা প্রতিদিন ৩১৩ বার ‘ইয়া জুল জালালি ওয়াল ইকরাম’ পড়বেন এবং এর আগে ও পরে দরুদ শরিফ পাঠ করবেন।  

মাওলানা আজাদ জামিল

তিনি বলেন, এই আমল নিয়মিত করলে ইনশাআল্লাহ প্রথম মাসের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে, পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে কেবল দোয়ার ওপর নির্ভর না করে নিজের যোগ্যতা ও কর্মদক্ষতাকেও উন্নত করা জরুরি।  

রমজান মাসে প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে, জাভেরিয়া সউদের উপস্থাপনা ও ধর্মীয় আলোচনার মান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা।

মাওলানা জামিলের এই দোয়া ও পরামর্শ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই এই আমল শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম