Logo
Logo
×

লাইফ স্টাইল

চাকরি ছেড়ে ফুল-টাইম ভ্রমণে দম্পতি, জানালেন মাসিক খরচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম

চাকরি ছেড়ে ফুল-টাইম ভ্রমণে দম্পতি, জানালেন মাসিক খরচ

পৃথিবী ঘোরা, অচেনা জায়গা আবিষ্কার করা কিংবা নতুন সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়াএ স্বপ্ন বুকে নিয়ে অনেকেই ভ্রমণে বের হলেও সবার পক্ষে তা পূর্ণকালীন জীবনযাত্রা হিসেবে বেছে নেওয়া সম্ভব হয় না। তবে এমনই এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ইনফ্লুয়েন্সার দম্পতি শ্বেতা ও চার্চিত।

সম্প্রতি তারা চাকরি ছেড়ে ছয় মাসের জন্য ফুল-টাইম ভ্রমণ শুরু করেছেন। তাদের মতে, এটি কেবল অবকাশ নয় বরং একটি জীবনধারা। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তারা লিখেছেন, ‘আমরা নিয়মিত জীবন থেকে বিরতি নিয়ে ভ্রমণকে নতুনভাবে বাঁচতে চাই। তবে এর খরচ এবং বাস্তবতা সবাই যেন বুঝতে পারে, সেই কারণেই আমরা মাসিক খরচের হিসাব শেয়ার করছি।’

তাদের হিসাবে, গড়ে প্রতিদিন প্রায় ২ হাজার রুপি খরচ হচ্ছে, যার মধ্যে খাবার, থাকার জায়গা, যাতায়াত, বিভিন্ন কার্যক্রম ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। খরচের সবচেয়ে বড় অংশ গেছে থাকা ও খাবারের পেছনে।

জুলাই ২০২৫-এর খরচের হিসাব

থাকা: ২৩,০৪৭ রুপি

খাবার: ১৫,৫২৫ রুপি

যাতায়াত: ১০,৯২১ রুপি

কেনাকাটা (কাপড়, ভ্রমণ সামগ্রী ইত্যাদি): ৭,০৫১ রুপি

ইএমআই: ৩,২৩২ রুপি

কার্যক্রম: ২,৭৪৭ রুপি

রিচার্জ ও বিল: ২,৫৪৬ রুপি

ওষুধ ও স্বাস্থ্য: ৩৬৪ রুপি

মোট খরচ: ৬৪,৩৪৩ রুপি

আর্থিক চ্যালেঞ্জ ও পরিকল্পনা

তাদের বক্তব্য অনুযায়ী, প্রথম মাসের এই বড় অঙ্কের খরচ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা লিখেছেন, ‘আমরা জানি, ৬ মাসের এই চ্যালেঞ্জে পর্যাপ্ত অর্থ উপার্জন করে ফুল-টাইম ভ্রমণ চালিয়ে যেতে চাইকিন্তু একেবারে শুরুতেই মাসে ৬০ হাজার রুপির খরচ মেটানো সম্ভব নয়আমাদের প্রথম কাজই হবে খরচ কমানো।’

শ্বেতা ও চার্চিতের এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভ্রমণপ্রেমীদের কাছে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তাদের খোলামেলা আর্থিক বিবরণ দেখে নিজেদের ভ্রমণ পরিকল্পনা নতুনভাবে ভাবতে শুরু করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম