Logo
Logo
×

লাইফ স্টাইল

জমির দলিলে ভুল হলে সংশোধন করার উপায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

জমির দলিলে ভুল হলে সংশোধন করার উপায়

জমির দলিল একবার ভুল হয়ে গেলে তা আর সংশোধন করা যায় না—সাধারণ মানুষের মনে এমনই ধারণা রয়েছে। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায় আছে। তাহলে দলিল সংশোধনের উপায় কি? 

দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা ও চৌহদ্দি কিংবা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়লে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে পারবেন। তিন বছর পর সেই ধরনের মামলা তামাদির কারণে বারিত হয়ে যায়। সে ক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না। 

তবে তখন ঘোষণামূলক মামলা করা যায়। এ ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায়ই হচ্ছে সংশোধিত দলিল। রায়ের ১ কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের  নিকট পাঠানো হলে সাব-রেজিস্ট্রার ওই রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন।  এ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন ৩১ ধারায় নতুন করে আর কোনো দলিল করার প্রয়োজন হবে না।

যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটবে না, সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার বরাবরে আবেদন করা যাবে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সাব-রেজিস্ট্রার এ ধরনের ছোট-খাটো ভুল সংশোধন করতে পারেন। তবে দলিলের সরকারি নমুনা অনুসরণ করে দলিল তৈরি করা হলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়/দলিল একাধিকজনকে দিয়ে প্রুফ রিডিং করালে বড় ধরনের ভুলত্রুটি থাকে না। দক্ষ ও অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আর বড় কোনো ধরনের ভুলত্রুটি থাকে না। এ ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ । তাই আপনার জমির দলিল লেখক তালিকাভুক্ত কিনা তা যাচাই করে নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম