বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ফ্লু, যেভাবে নিজেকে রক্ষা করবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অত্যন্ত মারাত্মক একটি রোগ ফ্লু, যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। অন্ধকার ঘরে একজন ব্যক্তি লেপের নিচে শুয়ে টিস্যুতে নাক ঝাড়ছেন। পাশে টেবিলে রাখা আছে ওষুধ, এক গ্লাস পানি আর থার্মোমিটার। ভাইরাসের এ নতুন মিউটেটেড বা পরিবর্তিত রূপ আংশিকভাবে দায়ী হওয়ার কারণে এমনটি ঘটছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, 'অনেক দিন ধরে' এ ধরনের ভাইরাস তারা দেখেননি। জাপান ও যুক্তরাজ্যে ফ্লুর বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এই ভেরিয়েন্ট এখন বিশ্বের সব মহাদেশেই শনাক্ত হয়েছে। গত কয়েক বছরে মানুষ এ ভাইরাসটির সংস্পর্শে খুব কম এসেছে। ফলে এর বিরুদ্ধে স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে গেছে।
অধিকাংশ সময় ভাইরাস শুধু ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে যায়—কিন্তু কখনো কখনো সেগুলো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়ে হঠাৎ রূপ পাল্টে ফেলে। এইচ-থ্রি-এন-টু মৌসুমি ফ্লুর একটি ধরনে সাতটি নতুন রূপান্তর বা মিউটেশন দেখা গেছে, যার ফলে এই ভাইরাস 'দ্রুত বেড়েছে' বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্যাথোজেন ইভোলিউশন সেন্টারের পরিচালক অধ্যাপক ডেরেক স্মিথ রিপোর্টে এ তথ্য জানিয়েছেন। এটি প্রায় নিশ্চিতভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বিবিসি।
