Logo
Logo
×

লাইফ স্টাইল

সহজ উপায়ে আপনার প্রিয় গহনা যেভাবে পরিষ্কার করবেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

সহজ উপায়ে আপনার প্রিয় গহনা যেভাবে পরিষ্কার করবেন

প্রতিদিনের পরার গহনা হোক কিংবা স্বর্ণ বা রুপার মতো বহু মূল্যবান গহনা। তা পরার পর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। আবার সময়মতো পরিষ্কার করাও দরকার। আপনার সাধের বিভিন্ন ধরনের গহনা কীভাবে পরিষ্কার করবেন এবং কীভাবে তা ভালো রাখবেন জেনে নিন সহজ উপায়।

অনেকেই স্বর্ণের গহনার বদলে রুপার গহনা পরতে ভালোবাসি। কিন্তু অনেকসময়ই রুপার গহনা কালো হয়ে যায়। তা পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় উষ্ণ গরমপানি। এই উষ্ণা গরমপানি লিক্যুইড সাবান দিয়ে ডুবিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট। এরপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন আগের মতো চকচক করছে, পরিষ্কার হয়েছে আপনার প্রিয় রুপার গহনা।

আর স্বর্ণের গহনার ঔজ্জ্বল্য সবকিছুকেই হার মানিয়ে দেয়। ঔজ্জ্বল্য কমলেও স্বর্ণের গহনার একটি আলাদা কদর রয়েছে। কিন্তু তবু তা বাড়িতে পরিষ্কার করতে চাইলে উষ্ণ গরমপানি সামান্য লিক্যুইড সাবান দিয়ে কিছু সময়ের জন্য আপনার স্বর্ণের গহনাটি ভিজিয়ে রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবেন আপনার গহনা হয়ে উঠেছে আগের মতোই চকচকে।

বাজারে এ মুহূর্তে অ্যান্টি টার্নিশ গহনা বহুল প্রচলিত। সেই অ্যান্টি টার্নিশ গহনা পরিষ্কার করতে হলে একটি পাত্রে খানিকটা বেকিং সোডা নিয়ে তাতে গহনাগুলো রেখে একটি ফয়েল দিয়ে মুড়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর ওই ঢাকা খুলে গরম পানিতে ধুয়তে শুকনো করে মুছে নিন। দেখবেন আপনার প্রিয় গহনা চকচকে সুন্দর হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম