Logo
Logo
×

লাইফ স্টাইল

৪১ বছর বয়সি নার্সের গর্ভে বিরল অবস্থায় জন্ম নিল শিশু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

৪১ বছর বয়সি নার্সের গর্ভে বিরল অবস্থায় জন্ম নিল শিশু

বিরল অবস্থায় জন্ম নেওয়া শিশু রিউ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে বিরল অবস্থায় জন্ম নিল একটি ছেলেশিশু। তার নাম রাখা হয়েছে রিউ। শিশুটির মা ৪১ বছর বয়সি সুজে লোপেজ। পেশায় তিনি একজন নার্স। 

রিউ জন্ম নেওয়ার আগে তার গর্ভধারণ মায়ের জরায়ুর বাইরে বড় হয়েছিল এবং একটি বাস্কেটবল আকারের ওভারিয়ান সিস্টের মধ্যে লুকানো ছিল। এই ধরনের অবস্থার জন্ম সাধারণত খুবই বিরল এবং ডাক্তাররা বলছেন, তারা এই কেসটি চিকিৎসা জার্নালে প্রকাশ করার পরিকল্পনা করছেন। 

সাধারণত প্রতি ৩০ হাজার গর্ভধারণের মধ্যে মাত্র একটি গর্ভ জরায়ুর পরিবর্তে পেটে বিকাশ লাভ করে। সিডার্স-সিনাই হাসপাতালের লেবার ও ডেলিভারি বিভাগের মেডিকেল ডিরেক্টর ড. জন ওজিমেক বলেন, যে গর্ভগুলো পূর্ণ মেয়াদ পর্যন্ত পৌঁছায়, তা প্রায় শোনারও নয় – এক মিলিয়নের চেয়ে কম সম্ভবনা। 

লোপেজ গর্ভবতী ছিলেন তা জন্মের কয়েক দিন আগে পর্যন্ত জানতে পারেননি। বছরের শুরুতে যখন তার পেট বড় হতে শুরু করে, তখন তিনি ভেবেছিলেন এটি তার ওভারিয়ান সিস্ট বড় হচ্ছে। তিনি কখনো গর্ভধারণের সাধারণ উপসর্গ যেমন সকালে বমি ভাব বা শিশুর লাথি অনুভব করেননি।

মাসের পর মাস তিনি এবং তার স্বামী এন্ড্রু লোপেজ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু ধীরে ধীরে পেটে ব্যথা ও চাপ বেড়ে গেলে লোপেজ ভাবলেন ২২ পাউন্ড (১০ কেজি) ওজনের সিস্ট অপসারণের সময় এসেছে। সিস্ট অপসারণের আগে সিটি স্ক্যানের জন্য গর্ভধারণ পরীক্ষা করা হয় এবং তা আশ্চর্যজনকভাবে পজিটিভ আসে।

গর্ভধারণের খবর তিনি স্বামীকে জানান, একটি নোট ও শিশুর পোশাকের প্যাকেজ দিয়ে। এন্ড্রু লোপেজ বলেন, আমি শুধু তার মুখ দেখলাম, এবং সে যেন একসাথে হাসতে, কাঁদতে ও বিস্মিত হতে চেয়েছিল।

হাসপাতালে পৌঁছালে দেখা যায়, তার রক্তচাপ অত্যন্ত বিপজ্জনকভাবে বেড়ে গেছে। অতিরিক্ত রক্ত পরীক্ষার পাশাপাশি আল্ট্রাসাউন্ড ও এমআরআই করা হলে দেখা যায়, তার জরায়ু খালি, কিন্তু প্রায় পূর্ণমেয়াদি একটি শিশু তার যকৃৎ সংলগ্ন পেটে একটি অ্যামনিয়োটিক স্যাকের মধ্যে লুকিয়ে রয়েছে। 

ড. ওজিমেক বলেন, এটি কোনো অঙ্গের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল না। এটি মূলত পেলভিসের পাশে অবস্থান করছিল, যা বিপজ্জনক হলেও যকৃতের চেয়ে পরিচালনাযোগ্য।

এ ধরনের গর্ভধারণ, যা একটপিক বা জরায়ুর বাইরে গর্ভধারণ নামে পরিচিত, সাধারণত ভেঙে রক্তপাত ঘটায়। তবে শিশু রিউ সব ঝুঁকি পার হয়ে সুস্থভাবে জন্ম নেন।

আগস্টের ১৮ তারিখে লোপেজকে পুরো অ্যানেস্থেশিয়ার অধীনে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ পাউন্ড (৩.৬ কেজি) ওজনের শিশু জন্ম দেন। একই সময়ে সিস্ট অপসারণ করা হয়। ড. ওজিমেক বলেন, তিনি প্রায় সব রক্ত হারিয়েছিলেন, কিন্তু ডাক্তাররা রক্তপাত নিয়ন্ত্রণে এনেছেন এবং রক্ত সংক্রমণ দিয়েছেন।

বর্তমানে রিউ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে চলেছেন। তার বাবা-মা বলছেন, রিউ তাদের ১৮ বছর বয়সি কন্যা কায়লার সঙ্গে পরিবারকে সম্পূর্ণ করেছে। 

রিউর প্রথম বড়দিনের আগে লোপেজ বলেন, আমি সত্যিই আশীর্বাদিত বোধ করছি। আমি চমৎকার কিছু বিশ্বাস করি – ঈশ্বর আমাদের এই দান দিয়েছেন, সেরা উপহার।

সূত্র: সামাটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম