Logo
Logo
×

লাইফ স্টাইল

যেভাবে হবেন প্রিয় বন্ধু

Icon

লাইফ স্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১২ পিএম

যেভাবে হবেন প্রিয় বন্ধু

যেভাবে হবেন প্রিয় বন্ধু

আমার কোনো ভালো বন্ধু নেই, এই বলে অনেকে আফসোস করে থাকেন।কখনও কি ভেবে দেখেছেন, কীভাবে ভালো বন্ধু হওয়া যায়। তখনই একজন ভালো বন্ধু পাওয়ার আশা আপনি করতে পারেন, যখন নিজেকে কারো ভালো বন্ধুতে পরিণত করতে পারবেন।

ভালো বন্ধু হওয়া খুব কঠিন কাজ নয়। শুধুমাত্র নিজের ভালো আচরণ দিয়ে অন্যের মন জয় করা যায়। হয়ে ওঠা যায় ভালো বন্ধু।আজ যুগান্তর পাঠকদের জন্য থাকছে কীভাবে আপনি ভালো বন্ধু হয়ে উঠতে পারেন।

আসুন জেনে নেই কীভাবে হবেন প্রিয় বন্ধু।  

নিয়মিত যোগাযোগ রাখুন

ভালো বন্ধু হওয়ায় জন্য নিয়মিত যোগাযোগের বিকল্প নেই।যার সঙ্গে ভালো বন্ধু হতে চান- প্রতিদিন তার ভালোমন্দের খোঁজখবর নিন। তবে বিপদে পড়লে সহযোগিতা করুন। আর ভালো পরামর্শ দিন।

বিশ্বাস ও আস্থা অর্জন

কারো ভালো বন্ধু হতে চাইলে অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। এছাড়া আপনার ভালো ব্যবহার ও সততা দিয়ে তার আস্থা অর্জন করতে পারবেন। বন্ধুর বিপদে কোনো সাহায্য করতে না-ও পারেন, অন্তত তার পিঠে হাত রেখে সাহস দিন।

দুর্বলতাগুলো গোপন রাখুন

ভালো বন্ধু হতে হলে অবশ্যই তারা দুর্বলতা গোপন রাখতে হবে। ভালো বন্ধুত্বের কারণে বন্ধু অনেক সময় আবেগের বসে আপনাকে অনেক গোপন কথা বলে মনের কষ্ট দূর করতে পারে। কখনোই তার দুর্বলতায় আঘাত করবেন না।

বিপদে সাহায্য করুন

বিপদ-আপদ তো বলে কয়ে আসে না। তাই যার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে চান- তার বিপদে এগিয়ে আসুন। যদি তেমন কোনো সহযোগিতা করতে না-ও পারেন তবে মাথায় হাত রেখে সান্ত্বনা দেন।

হয়ে উঠুন ভালো শ্রোতা

ভালো বন্ধুত্ব করতে চাইলে অবশ্যই আপনাকে একজন শ্রোতা হতে হবে।আপনার বন্ধুর কথাগুলো মন দিয়ে শুনুন, গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখুন। তার আগ্রহ আছে এমন সব বিষয় সম্পর্কে প্রশ্ন করুন। সব সময় নিজের কথাগুলো অন্যদের শোনানোর পরিবর্তে তাদের কথা মন দিয়ে শোনা একদিকে যেমন আপনাকে মনোযোগী শ্রোতা করে তুলবে তেমনি এটাও বুঝতে শেখাবে, শুধুমাত্র আপনার সমস্যাই পৃথিবীতে সবচেয়ে কঠিন সমস্যা নয়, এর চেয়ে আরও অনেক জটিলতা নিয়ে মানুষ জীবনযাপন করছে।

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

প্রিয় বন্ধু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম