Logo
Logo
×

লাইফ স্টাইল

গরমের স্বস্তি আপেল মিল্কশেক

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০২:১২ পিএম

গরমের স্বস্তি আপেল মিল্কশেক

আপেল মিল্কশেক। ছবি সংগৃহীত

গরমে সুস্থতা সবার আগে দরকার।  গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে।  তাই শরীরে বাড়তি পানির প্রয়োজন হয়।  খেতে পারেন বিভিন্ন ফলের মিল্কশেক।  গরমে তৃপ্তি দেবে আপেল মিল্কশেক। 

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আপেল মিল্কশেক। 

উপকরণ

আপেল খোসাসহ টুকরো ৪ কাপ, দুধ ১ লিটার, কয়েক টুকরো কাজুবাদাম, কয়েক টুকরো দারুচিনি গুঁড়া, প্রয়োজনমতো বরফ ও চিনি।

প্রণালী

প্রয়োজনমতো চিনি দিয়ে টুকরো আপেলকে ব্লেন্ড করে নিন।  এবার জ্বাল দিয়ে রাখা অর্ধেক পরিমাণ দুধ আপেলের মিশ্রণে দিয়ে আবার একটু ব্লেন্ড করতে হবে।  সবশেষে বাকি অর্ধেক দুধ ঢেলে দিয়ে আবারো নেড়ে নিন।  এবার গ্লাসে ঢেলে ২ থেকে ৩টি বরফের টুকরোসহ প্রয়োজনমতো মিশ্রণটি নিন। এবার একটু দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন।  শেষে বাদাম এবং কাজুবাদামের টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে তা পরিবেশন করুন।

আপেল মিল্কশেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম