করাচির একটি মসজিদে ইফতারের থালা সাজিয়ে রাখা হচ্ছে। ছবি রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
রমজানের রোজা মুসলমানের জন্য অপরিহার্য একটি ইবাদত। পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা।
রোজাদারের জন্য সাহরি খাওয়া ও ইফতার করা সুন্নাত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও ইফতারের সুন্নাত আদায় হয়ে যাবে।
বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে রোজা। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের রোজা পালনের নিয়ম একই হলেও খাবারের অনেক ভিন্নতা রয়েছে।
দেশে দেশে ইফতারের আয়োজন কেমন হয়? বিভিন্ন দেশের ইফতারের ছবি তুলেছেন রয়টার্সের আলোকচিত্রীরা।
আসুন ছবিতে দেখে নেই দেশে দেশে ইফতার
১. করাচির একটি মসজিদে ইফতারের থালা সাজিয়ে রাখা হচ্ছে।

২. পাকিস্তানের পেশোয়ারের এক মসজিদে ইফতারের আগে দোয়া করছেন এক বৃদ্ধ।

৩. সানার সীমান্ত এলাকায় ইফতার তৈরি করছেন উদ্বাস্তু এক নারী।

৪. বাগদাদে ইফতারের আয়োজনে রসালো জিলাপি।

৫. ভারতের দিল্লি জামে মসজিদে ইফতারের আয়োজন।

