Logo
Logo
×

লাইফ স্টাইল

সোনামনির টিফিনে স্যান্ডউইচ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০১:৫০ পিএম

সোনামনির টিফিনে স্যান্ডউইচ

এগ সালাদ স্যান্ডউইচ। ছবি সংগৃহীত

মায়েদের মুখে প্রায়ই শোনা যায় বাচ্চা খায় না। শিশুদের খাওয়া নিয়ে অনেক মা বিপাকে পড়েন। তার উপরে স্কুল ও লেখাপড়ার চাপ।

তাই সোনামনিদের টিফিনে রাখতে পারেন এগ সালাদ স্যান্ডউইচ। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এগ সালাদ স্যান্ডউইচ।


উপকরণ

পাউরুটি চার টুকরা, সেদ্ধ ডিম দুটি, মেয়োনেজ অথবা মাখন চার চা চামচ, টমেটো একটি, অল্প পেঁয়াজ রিং, ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ, লেটুস পাতা অর্ধেকটা, শুকনো মরিচ গুঁড়া সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো ও ঘি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে ডিম, মেয়োনেজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। পাউরুটির ওপর এই মিশ্রণ ভালো করে ছড়িয়ে দিন। এর ওপর টমেটো কুচি, পেঁয়াজ রিং, ক্যাপসিকাম ও লেটুস পাতা দিন। এবার অন্য একটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে সামান্য ঘি দিয়ে ৩০ সেকেন্ড পাউরুটির দুই পাশ সেঁকে নিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এগ সালাদ স্যান্ডউইচ।

এগ সালাদ স্যান্ডউইচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম