Logo
Logo
×

লাইফ স্টাইল

ঘরেই তৈরি করুন বডি স্প্রে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ০১:২৩ পিএম

ঘরেই তৈরি করুন বডি স্প্রে

ঘরেই তৈরি করুন বডি স্প্রে। ছবি সংগৃহীত

গরমে-বৃষ্টিতে শরীরে ঘামের দুর্গন্ধ হয়। এসব অস্বস্তি থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন ধরনের সুগন্ধি বাজার থেকে কিনে ব্যবহার করি।  কিন্তু বেশিরভাগ সুগন্ধিতে কেমিক্যাল থাকে।  যা শরীরে জন্য ক্ষতিকর। 

এছাড়া নকল বডি স্প্রে-তে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে৷ তাই নিরাপদে থাকতে বাড়িতে তৈরি করুন বডি স্প্রে।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বডি স্প্রে।

উপকরণ

স্প্রে বোতল একটি, অ্যাপল সিডার ভিনিগার-আধা কাপ চামচ, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল-এক চা চামচ ও গোলাপ জল-আধা কাপ। 

প্রণালী

একটা কাপে অ্যাপল সিডার ভিনিগার ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন৷ এবার এর মধ্যে রোজ ওয়াটার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন৷ 

ঘরে তৈরি এই  স্প্রে শরীরের দুর্গন্ধ ও অস্বস্তি দূর করবে।

বডি স্প্রে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম