Logo
Logo
×

লাইফ স্টাইল

করোনাভাইরাস নিরাময়ে এইডসের ওষুধ ব্যবহার!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ এএম

করোনাভাইরাস নিরাময়ে এইডসের ওষুধ ব্যবহার!

করোনাভাইরাস নিরাময়ে এইডসের ওষুধ ব্যবহার! ছবি সংগৃহীত

করোনাভাইরাসের প্রতিশেধক হিসেবে এইডসের ওষুধ ব্যবহার করে পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য কমিশন। 
ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাবভিআই গত রোববার এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

এ বিষয়ে অ্যাবভিআইয়ের উত্তর শিকাগোর মুখপাত্র অ্যাডেল ইনফ্যান্টে জানান, করোনাভাইরাস মোকাবেলায় চীনা স্বাস্থ্য কমিশন ওষুধটি তাদের দেয়ার জন্য অনুরোধ করেছে।

এইডস রোগীদের জন্য অ্যাবভিআই কোম্পানির আলুভিয়া ওষুধটি ব্যবহার করা হয় বলেও জানান তিনি। 
গত সপ্তাহের বৃহস্পতিবারচীনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ভাইরাসটির কার্যকরী কোনো প্রতিশেধক নেই। তবে তখন রিটোনাভির ট্যাবলেট খেতে বলা হয়। 
এ ছাড়া দিনে দুবার আলফা-ইন্টারফেরনের নেবুলাইজারের গ্রহণের পরামর্শ দেয়া হয়েছিল।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের একাধিক হাসপাতালে আক্রান্তদের ওপর এইডসের ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে।

 

করোনাভাইরাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম