Logo
Logo
×

লাইফ স্টাইল

মোবাইলের যে অ্যাপস কাজ করবে সিসিটিভির

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৪৭ এএম

মোবাইলের যে অ্যাপস কাজ করবে সিসিটিভির

যেভাবে মোবাইল দিয়ে করবেন সিসিটিভির কাজ। ছবি সংগৃহীত

কথা বলা, ভিডিও, ছবি, সময় দেখা ও অডিও রেকর্ড ও ইন্টারনেট ব্যবহার সবই হচ্ছে মোবাইল দিয়ে। প্রযুক্তির এই আবিষ্কার সুফল পাচ্ছে সারা বিশ্বের মানুষ। 

তবে মোবাইল দিয়ে যে সিসিটিভির কাজ চালানো যায়, সে বিষয়টি অনেকের জানা নেই। ঘর নিরাপদ রাখতে অনেকে বাড়িতে সিসিটিভি লাগিয়ে থাকেন। এখন বাড়িতে আর বাড়তি খরচ করে সিসিটিভি লাগাতে হবে না। মোবাইল দিয়ে সারতে পারবেন এ কাজ। 

এমন কিছু অ্যাপস রয়েছে, যার মাধ্যমে আপনি এসব সুফল পেতে পারেন। গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ ডাউনলোড করে সহজেই বাড়িতে নজর রাখতে পারবেন। 

আসুন জেনে নিই কি এসব অ্যাপ-

১. ফোনে ওয়াইফাই অন রাখুন ও মেনিথিংক ডাউনলোড করে নিন। এবার বাইরে বসে লাইভ স্ট্রিমে বাড়ির ছবিও দেখতে পাবেন ও শব্দও শুনতে পারবেন।

২. আলফ্রেড ডিআইওয়াই সিসিটিভি হোম সিকিউরিটি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ধরনের ফোনেই সাপোর্ট করে এই অ্যাপ। অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। মাত্র তিন মিনিটেই অ্যাপটি সেট করে বাইরে থেকে ঘরের হালহকিকত দেখতে ও শুনতে পারবেন। 

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

মোবাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম