Logo
Logo
×

লাইফ স্টাইল

ক্যাটস আইয়ের চল্লিশে ৪০% মূল্যছাড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ এএম

ক্যাটস আইয়ের চল্লিশে ৪০% মূল্যছাড়

পোশাক শিল্পে পণ্যের মান এবং ব্যবসায়িক সততা দিয়ে ফ্যাশন রিটেইল ব্যবসায় পুরানো নাম ‘ক্যাটস আই’। যাত্রা শুরু হয়েছিল আশি দশকের প্রথমলগ্নে। 

ফেস্টিভ টু স্ট্রিট ফ্যাশনে প্রাণবন্ত কাণ্ডারির ভূমিকায় থেকে ক্যাটস আই, পা রাখলো এবার চল্লিশে। দীর্ঘপথচলায় বদলে গেছে পোশাকের ঢং বা রং, বদলিয়েছে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইও।  

উন্নত টেইলরিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড-সব কিছুতেই থেকেছে মুন্সিয়ানার ছাপ। এবার ব্র্যান্ডটির ৪০ বছর পূর্তিতে বছরজুড়েই থাকবে বিভিন্ন অফার। 

শুরুতেই ক্রেতারা পাচ্ছেন যেকোনো পোশাকে ৪ দিনের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় সুবিধা। সকল শোরুমে ক্যাটস আইয়ের ৪০ বছর পূর্তি ছাড় উৎসব চলবে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই প্রতিনিয়তই সময়কে ধারণ করে ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন নিয়ে কাজ করছে। 

দীর্ঘসময়ের পথচলায় ব্র্যান্ডের প্রতি ক্রেতা আগ্রহ বাড়াতে এবার তাই থাকছে ৪ দিনের মূল্যছাড়। ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাটস আই, চল্লিশ বছর পূর্তিতে ৪০% মূল্যছাড় ঘোষণা করেছে। 

পাশাপাশি সারাবছর জুড়েই থাকবে নানা বর্ষপূর্তি চমক। ক্যাটস আই ওয়েবসাইট ও ফেসবুক ভেরিফাইড পেইজে থাকবে সর্বশেষ অফার আপডেট।  

এছাড়াও  স্টোরের পাশাপাশি অনলাইনেও মিলবে হোম ডেলিভারি সুবিধাসহ ৪০% মূল্যছাড় সুবিধা। ওয়েবসাইটে আরও বিস্তারিত জানা আবে www.catseye.com.bd এই  ঠিকানায়। 

 

ক্যাটস আই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম