Logo
Logo
×

লাইফ স্টাইল

যেভাবে তৈরি করবেন ছাতুর শরবত

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:২৯ এএম

যেভাবে তৈরি করবেন ছাতুর শরবত

ছাতুর শরবত, ছবি সংগৃহীত

প্রচণ্ড দাবদহে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানির শূন্যতা পূরণে শরবতের জুড়ি নেই।

 

গরমে স্বস্তি পেতে পানির শূন্যতা পূরণে খেতে পারেন ছাতুর শরবত।

 

এই শরবত শরীর ঠাণ্ডা করার পাশাপাশি গরমে আপনাকে সুস্থ রাখবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্ব, আয়রনক্যালসিয়াম আর মিনারেলস।

 

কীভাবে খেতে পারেন

 

লাড্ডুপরোটা বানিয়েও খেতে পারেন। তবে ছাতুর শরবত আইসক্রিমের মতোই স্বাদু। এতে কোনো ক্ষতিকারক ক্যালোরি   কৃত্রিম মিষ্টি নেই।

 

ছাতুর শরবত কীভাবে বানাবেন

 

উপকরণ

 

ছাতুর গুঁড়ো, ঠাণ্ডা পানি, লেবুর রস পুদিনা পাতা, শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়ো, লবণ গোলমরিচ।

 

যেভাবে তৈরি করবেন শরবত

 

এক গ্লাস ঠাণ্ডা পানিতে চা-চামচ ছাতু মিশিয়ে এতে জিরা, গোলমরিচ, লবণ লেবুর রস মিশিয়ে দিন। ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

 

তথ্যসূত্র: এনডিটিভি

 

ছাতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম