Logo
Logo
×

লাইফ স্টাইল

শিশুর কান ব্যথা হলে করণীয়

Icon

ডা. মো. আবদুল হাফিজ শাফী

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৫:২৬ এএম

শিশুর কান ব্যথা  হলে করণীয়

ছবি সংগৃহীত

শিশুরা বেশি কানব্যথায় ভোগে। বেশিরভাগ ব্যথার জন্য দায়ী ইনফেকশন। দুই বছরের কম বয়সের শিশুরা এ সমস্যায় বেশি  ভোগে। 

কানে ব্যথা কেন হয়?

ঠাণ্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক এবং কানের সংযোগ টিউব ব্লক থেকে পর্দার ভেতরের দিকে তরল পদার্থ জমা হয়। এ সময় পর্দা ফুলে ওঠে ও ব্যথা হয়।

এ ছাড়া কানের ভেতরে ময়লা ঢুকে বন্ধ হয়ে গেলেও ব্যথা হতে পারে। শিশুরা নিজের যত্ন নিতে পারে না বলে তাদের কানে ময়লা জমে। আর এ থেকে তাদের সমস্যা হয়। তাই মা-বাবার তাদের প্রতি যত্নশীল হতে হবে।  
আর কানের পর্দার বাইরে এয়ার ক্যানেলে সংক্রমণ হলে ব্যথা হয়, যাকে অটাইটিস এক্সটার্না বলে।

আর কানের ভেতরে ফোঁড়া বা লোমের গোড়ায় ইনফেকশন হলে কানে প্রচুর ব্যথা হয়, যাকে ফারানকুলোসিস বলে। আর কানের পর্দা ফেটে গেলেও ব্যথা হয়। 

গলাব্যথা বা টনসিলের ইনফেকশন হলে অথবা দাঁতে ব্যথা হলে ও ঠাণ্ডা লাগলে ব্যথা হতে পারে। 
 
চিকিৎসা 

শিশু কানের ব্যথায় অস্থির হলে, ঘাড় শক্ত হলে, ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আর ওষুধ খাওয়ালেও চিকিৎসকের পরামর্শ নিন। 

শিশু কান ব্যথা করণীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম