ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কাচের তৈজস হোক কিংবা আসবাব নিয়ম মেনে পরিষ্কার করতে হবে। নইলে ভেঙে যাওয়ার সঙ্গে সেগুলো হারিয়ে ফেলবে জৌলুস।
আসুন জেনে নিই কাচের বাসন ও আসবাব কীভাবে পরিষ্কার করবেন-
১. কাচের আসবাব পরিষ্কার করার আগে পাতলা ও নরম সুতির কাপড় দিয়ে আলগা ময়লা মুছে নিন। কাচ পরিষ্কার করার জন্য তরল স্প্রে ব্যবহার করতে পারেন। স্প্রে ব্যবহারের পর নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন।
২. সাধারণ সাবান পানি কাচের বাসন পরিষ্কার করবেন না। কাচের বাসন মাজার জন্য তরল সাবান পাওয়া যায় তা ব্যবহার করুন। মাজার জন্য স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবার ব্যবহার করুন।
৩. কাচের বাসনে তেল লেগে থাকা তেল পরিষ্কারের জন্য ঈষদুষ্ণ গরম পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে বাসনগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এর পর তরল সাবান স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবারে লাগিয়ে বাসন পরিষ্কার করুন। পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন।
৪. কাচের গ্লাস তরল সাবান দিয়ে পরিষ্কার করবেন না। ঈষদুষ্ণ পানিতে লেবু ফালি করে কেটে রেখে দিন। এর পর এই মিশ্রণে কাচের গ্লাস ডুবিয়ে নিন। তার পর সেগুলো ধুয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
লেখক: মনিরা মাজিদ, গৃহিণী
