Logo
Logo
×

লাইফ স্টাইল

এই গরমে সুস্থ থাকতে কী করবেন

Icon

ডা. উত্তম কুমার দাস

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০১:১৬ পিএম

এই গরমে সুস্থ থাকতে কী করবেন

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র দাবদাহ। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে এরই মধ্যে। আবহাওয়াবিদরা বলছেন, এই তীব্র তাপমাত্রা চলতি মাসের শেষ পর্যন্ত চলবে। এরপর দাবদাহের তীব্রতা কিছুটা কমতে পারে।

এই সময়ে কীভাবে সুস্থ থাকা যায় তা জানা জরুরি। সুস্থ থাকতে খাবার নির্বাচন ও পোশাক পরার বিষয়ে নজর দেয়া প্রয়োজন। 

সুস্থ থাকতে যা করবেন-

১. গরমে ঘামের পরিমাণ বেশি থাকে। তাই এ সময়ে সুতি কাপড় পরুন। সাদা, ধূসর, সবুজ এ জাতীয় রঙের কাপড় পরা উচিত। 

২. খাবারের তালিকায় রাখুন লেবু, কমলা, মাল্টা ও ভিটামিন সি জাতীয় ফল। তৈলাক্ত কিংবা ভাজাপোড়া খাবার না খাওয়াই ভালো। এতে গ্যাস্টিকের সমস্যা দেখা দিতে পারে। 

৩. খেতে পারেন ডাবের পানি, শসা, লেবু। চাহিদামাফিক পানি পান করতে হবে এই সময়ে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ও গরমে পাবেন স্বস্তি। 

৪. গরমের এ সময়ে ঘরে পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা সে দিকে খেয়াল করুন। 

৫. গরমে যতটা সম্ভব কম চা বা কফি পান করা উচিত। এক্ষেত্রে ঘরে তৈরি আমের জুস, লাচ্ছি, লেবুর শরবত খাওয়ার অভ্যাস করতে পারেন। ঠান্ডা পানি এ সময় পান না করাই ভালো। 

৬. দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করুন। গরমে শরীর দ্রুত ডিহাইড্রেড হয়ে পড়ে। তাই পর্যাপ্ত পানি শরীরকে যেমন সুস্থ রাখতে সহায়তা করে ও পানি শূন্যতা থেকেও বাঁচায়। 

লেখক: ডা. উত্তম কুমার দাস, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা
 

সুস্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম