Logo
Logo
×

লাইফ স্টাইল

ঈদে যেভাবে লাগাবেন টিউব মেহেদী (ভিডিও)

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০১৮, ১০:৪৯ এএম

ঈদে যেভাবে লাগাবেন  টিউব  মেহেদী (ভিডিও)

যেভাবে লাগাবেন টিউব মেহেদী , ছবি সংগৃহীত

ঈদে নারী ও শিশুদের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ মেহেদি।  ঈদে আপনি যতই সাজগোজ করেন না কেন মেহেদী রঙ হাতে না লাগলে যেন ঈদ উৎসব মনেই হয় না।

ঈদে আনন্দ শুরু হয় যেন হাতে মেহেদী লাগানোর পর। তাই চাঁদ উঠার সাথে সাথে মেহেদী পড়ানোর আমেজ শুরু হয়।

অবশ্য মেহেদি পাতা সংগ্রহ করে বেটে তবেই রাঙাতে হতো হাতের তালু। এখন মেহেদি লাগানো অনেকটাই ঝামেলাহীন। মেহেদির টিউব দিয়ে অনায়াসে করে নিতে পারেন মনের মতো নকশা। হাতের পাশাপাশি পা কিংবা বাজুও রাঙ্গিয়ে নিতে পারেন মেহেদির ছোঁয়ায়।

হাতের মাঝখানে আঁকা বৃত্ত আর চারিদিকে গোল করে ফোটা- এই ছিলো এক সময়ের প্রচলিত নকশা। টিউব মেহেদির কল্যানে এখন সূক্ষ্ম কারুকাজ করা নকশাই সবার পছন্দের।

তবে কার হাতে কেমন নকশা মানায় সেটা জানা থাকা জরুরী। যাদের হাতের পাতা বড় তারা হাতে ভরাট নকশা করলে দেখতে ভালো দেখাবে। ছোট হাতের একপাশে লম্বালম্বি ডিজাইন মানানসই।

হাতের আঙুল যদি ছোট হয় তবে অনামিকা বা মাঝের আঙুলে লম্বা করে নকশা আঁকুন। যাদের হাত লম্বা তারা কিছুটা অংশ ফাঁকা রেখে ভরাট ডিজাইন করতে পারেন।

তবে যেহেতু উৎসবের উপলক্ষ্য সেহেতু দু হাত ভরেও করতে পারেন মেহেদির নকশা। কনুই পর্যন্ত নামিয়ে নিতে পারেন নকশাকে। আবার কব্জি থেকে নামিয়ে লাগাম টেনে ধরতে পারেন নকশার।

ঈদ টিউব মেহেদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম