Logo
Logo
×

লাইফ স্টাইল

নগরে ফ্যাশন শো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম

নগরে ফ্যাশন শো

কে-ক্র্যাফট
মোহাম্মদপুরের আদাবর রিং রোডে ফ্যাশন হাউজ কে-ক্র্যাফটের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে দেশসেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শোতে এগারোটি কিউতে প্রদর্শিত হলো ৫০টি নতুন ডিজাইনের পোশাক। এ নতুন এক্সপেরিয়েন্স সেন্টারে বছরজুড়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন কে-ক্র্যাফটের অন্যতম উদ্যোক্তা খালিদ মাহমুদ খান ও শাহনাজ খান। জীবনযাপনকে সুন্দরতর করা, শিশুদের মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনার কথা আয়োজনে জানানো হয়।

ঢেউ
জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’-এর ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর যাত্রা শুরু হলো। শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করল। ৯ মার্চ থেকে সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ‘ঢেউ’-এর সব কালেকশন। নতুন এ সাব-ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আমন্ত্রিত অতিথি, সাংবাদিকরা ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের জন্য একটি ফ্যাশন-শোর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন রেবাসহ আরও অনেকে। ‘ঢেউ’ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য একটি আকর্ষণীয় নতুন ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড, যা ‘সারা’ লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। ‘ঢেউ’য়ের পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ওয়েবসাইট www.saralifestyle.com.bd

টুয়েলভ
জমকালো ফ্যাশন শো ‘টুয়েলভ রানওয়ে’তে নিজেদের ঈদ কালেকশন ‘রয়েল ডেলিকেসি’র উন্মোচন করল টুয়েলভ ক্লদিং। এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে পরিচয় করিয়ে দিতেই তারা আয়োজন করেছে এক মনোমুগ্ধকর ফ্যাশন শো ‘টুয়েলভ রানওয়ে’। ১০ মার্চ রাজধানীর একটি হোটেলের রুফটপে আয়োজিত এ ফ্যাশন শোতে আজরা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসাবে ছিলেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। অনুষ্ঠানে টুয়েলভের পক্ষ থেকে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবারের ঈদ কালেকশন নিয়ে বলেন, ‘আমরা শুধু পোশাকের কথাই চিন্তা করি না, আধুনিক ট্রেন্ড এবং ফ্যাশনের কথা মাথায় রেখেই কালেকশন সাজানোর চেষ্টা করি। আমরা চাই প্রতিটি মানুষই আমাদের তৈরি পোশাকে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং উৎসবকে মনে প্রাণে ধারণ করুক।’

নগর ফ্যাশন শো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম