মিনিসো গ্লোবাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশ সেরা
সম্প্রতি মিনিসোর প্রধান কার্যালয়ে ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস সামিট ফোরাম’ এ মিনিসো বাংলাদেশকে সেরা ফ্রাঞ্চাইজি হিসেবে পুরস্কৃত করেছে। মিনিসোর চেয়ারম্যান মি. ইয়ে সামিটে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং এর মার্কেটিং কার্যক্রমকে উদাহরণ হিসেবে নেয়ার কথা উল্লেখ করেন। কারণ মিনিসো বাংলাদেশ সফলতার দিক দিয়ে অনেক প্রতিযোগী দেশ যেমন পাকিস্তান, নেপাল এবং ভারতকে ছাড়িয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, মিনিসো জাপানি একটি লাইফস্টাইল ব্রান্ড। এখানে ত্রিয়েটিভ হোমওয়্যার, ব্যাগ, স্পোর্টস-ফিটনেস, আউটডোর অ্যাকসেসরি, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনারি ও উপহার, খেলনাসামগ্রী বিক্রি করা হয়।
মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও এম আর খান শাহিনের হাতে মিনিসো গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট হুয়াং এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার হেড অব সেলস সুসান চেন পুরস্কার তুলে দেন। এ সময় শাহ রাইদ চৌধুরী বলেন, ‘এটি পুরস্কার সত্যিই আনন্দের। ফোরামে উপস্থিত ১০০টির বেশি দেশের সামনে বাংলাদেশকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।’
মিনিসো গ্লোবাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশ সেরা
সংবাদ বিজ্ঞপ্তি
০২ এপ্রিল ২০২৩, ১৯:৪৪:২৫ | অনলাইন সংস্করণ
সম্প্রতি মিনিসোর প্রধান কার্যালয়ে ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস সামিট ফোরাম’ এ মিনিসো বাংলাদেশকে সেরা ফ্রাঞ্চাইজি হিসেবে পুরস্কৃত করেছে। মিনিসোর চেয়ারম্যান মি. ইয়ে সামিটে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং এর মার্কেটিং কার্যক্রমকে উদাহরণ হিসেবে নেয়ার কথা উল্লেখ করেন। কারণ মিনিসো বাংলাদেশ সফলতার দিক দিয়ে অনেক প্রতিযোগী দেশ যেমন পাকিস্তান, নেপাল এবং ভারতকে ছাড়িয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, মিনিসো জাপানি একটি লাইফস্টাইল ব্রান্ড। এখানে ত্রিয়েটিভ হোমওয়্যার, ব্যাগ, স্পোর্টস-ফিটনেস, আউটডোর অ্যাকসেসরি, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনারি ও উপহার, খেলনাসামগ্রী বিক্রি করা হয়।
মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও এম আর খান শাহিনের হাতে মিনিসো গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট হুয়াং এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার হেড অব সেলস সুসান চেন পুরস্কার তুলে দেন। এ সময় শাহ রাইদ চৌধুরী বলেন, ‘এটি পুরস্কার সত্যিই আনন্দের। ফোরামে উপস্থিত ১০০টির বেশি দেশের সামনে বাংলাদেশকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023