Logo
Logo
×

লাইফ স্টাইল

গরমের তৃপ্তি ডাবের পানিতে, রূপচর্চায়ও যেভাবে ব্যবহার করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম

গরমের তৃপ্তি ডাবের পানিতে, রূপচর্চায়ও যেভাবে ব্যবহার করবেন

শুরু হয়েছে বৈশাখ মাস। আর এই বৈশাখে গরমে ওষ্ঠাগত প্রাণ। গনগনে রোদের তেজে পুড়ে যাচ্ছে ত্বক। আর মুখে কালচে দাগছোপ পড়ছে। প্রতিদিন যদি বাইরে বেরোতে হয়, তা হলে দেখবেন— হাত বা মুখের যে অংশটাতে রোদ বেশি লাগছে, সেখানেই ছোট ছোট ফুসকুড়ি কিংবা র্যাশ হচ্ছে। দুই গালে কালচে ছোপও পড়ছে। আবার মুখ ও ত্বকের কালো দাগ এবং ছোপ কমানোর জন্য বাজারচলতি প্রসাধনী যদি ব্যবহার করতে না চান, তা হলে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায়। এই গরমে ত্বকের পরিচর্যা করতে পারেন ডাবের পানি দিয়ে।

ত্বক পরিচর্যায় আবার ডাবের পানি। একটু হলেও আশ্চার্য লাগারই কথা। কিন্তু হ্যাঁ, এই  গরমের দিনে ডিহাইড্রেশন থেকে বাঁচতে ডাবের পানি খাওয়া খুবই উপকারী। তবে ডাবের পানি দিয়ে ত্বকের পরিচর্যাও করা যায়। বিশেষ করে 'সানবার্ন' থেকে বাঁচতে ডাবের পানির কোনো তুলনা হয় না।

শুনতে অবাক লাগছে। এতে অবাক হওয়ার কিছু নেই। এটিই সত্যি, ডাবের পানি 'সানবার্ন' থেকে আপনাকে বাঁচাতে পারে না। কারণ সূর্যের অতিবেগনি রশ্মি দীর্ঘ সময় ত্বকে ঢুকলে তা থেকে ‘সানবার্ন’ হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর এতে ত্বক যেমন জ্বালা করে, তেমনই ব্রণ-র্যাশে ভরে যায়। এমনকি ত্বকের মেলা নিন রঞ্জকেরও তারতম্য হতে পারে। তাই সানবার্ন যাতে না হয়, এর জন্য দামি প্রসাধনী ব্যবহারের প্রয়োজন নেই। ডাবের পানিই সমস্যার সমাধান হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক— কেন ডাবের পানি ত্বকের জন্য উপকারী?

ডাবের পানিতে থাকে সাইটোকাইন নামে একরকম যৌগ, যা অকাল-বার্ধক্য রোধ করতে পারে। ত্বকে বলিরেখা পড়া আটকাতে পারে। তা ছাড়া ডাবের পানি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের প্রদাহ কমাতে পারে। যে কোনো সংক্রমণ থেকেও ত্বককে বাঁচাতে পারে। আর কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা নিতে পারে ডাবের পানি। মুখে মাখলে ত্বকের মৃতকোষ দূর হবে, রোদে পোড়া জ্বালাও কমবে। ত্বকের কালচে দাগছোপ উঠে যাবে।

যেভাবে ব্যবহার করবেন—

ফেশিয়াল টোনার

ডাবের পানির সঙ্গে গ্রিন টি মিশিয়ে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। রোদে বেরোনোর আগে মুখ পরিষ্কার করে এই টোনার লাগিয়ে নিলে ত্বকে কালচে ছোপ পড়বে না।

ফেস মাস্ক

ত্বক খুব শুষ্ক হলে পেঁপে বাটার সঙ্গে ডাবের পানি ও মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এভাবে সপ্তাহে তিন দিন এই মাস্ক মেখে ২০ মিনিট অপেক্ষা করে সামান্য গরম পানিতে ধুয়ে নিতে হবে। তা হলেই ত্বক নরম ও মসৃণ থাকবে।

এ ছাড়া ত্বক খুব তৈলাক্ত হলে ডাবের পানির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন। সপ্তাহে তিন দিন এই মাস্ক ব্যবহার করলেই অতিরিক্ত তেলতেলে ভাব চলে যাবে। ব্রণ-ফুসকুড়ির সমস্যাও কমবে।

স্ক্রাবিং

ফেস স্ক্রাব করার জন্য বাইরে থেকে স্ক্রাবিং মাস্ক কিনতে হবে না। বাড়িতেই এক কাপ ডাবের পানির সঙ্গে দুই চামচ চিনি বা কফি পাউডার মিশিয়ে মুখে মালিশ করুন। এতে ত্বকের মৃতকোষ, ধুলোময়লা উঠে যাবে। তার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম