Logo
Logo
×

লাইফ স্টাইল

যেভাবে বুঝবেন মোটরসাইকেলের তেল শেষ হয়ে আসছে

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৪৪ এএম

যেভাবে বুঝবেন মোটরসাইকেলের তেল শেষ হয়ে আসছে

ছবি: সংগৃহীত

রাস্তায় হঠাৎ বাইক বন্ধ হয়ে যাওয়া যে কোনো রাইডারের জন্য দুঃস্বপ্ন হতে পারে। বিশেষ করে যখন আশপাশে কোনো ফিলিং স্টেশন না থাকে। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেগুলোর মাধ্যমে আগে থেকেই বোঝা যায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে আসছে। সচেতন থাকলে এ সমস্যায় না পড়েই সমাধান করা সম্ভব।

ইঞ্জিনের আচরণে পরিবর্তন

তেল কমে এলে প্রথম লক্ষণ দেখা দেয় ইঞ্জিনে। হঠাৎ করেই ইঞ্জিন ঝাঁকি দিতে শুরু করে বা একবারে বন্ধ হয়ে যেতে পারে। এতে বোঝা যায় জ্বালানি ঠিকভাবে পৌঁছাচ্ছে না।

ইঞ্জিনের শব্দ অস্বাভাবিক হওয়া

সাধারণভাবে ইঞ্জিন মসৃণ শব্দ করে। কিন্তু তেল কমে গেলে শব্দে পরিবর্তন আসে। কখনো কাশির মতো শব্দ হতে পারে বা গড়গড় শব্দে চলতে থাকে।

থ্রটলে সাড়া কমে যাওয়া

তেল কমে গেলে থ্রটল দিলেও গতি বাড়ে না বা সময় নেয় গতি ধরতে। এটি একটি স্পষ্ট সংকেত যে তেল ফুরিয়ে আসছে।

চালানোর সময় থেমে থেমে চলা

বাইক যদি হঠাৎ হঠাৎ থেমে যায় বা ঝাঁকি দেয়, তাহলে ধরে নিতে পারেন তেলের সরবরাহে সমস্যা হচ্ছে।

ফুয়েল গেজে ‘E’ দেখানো

যদি বাইকে ফুয়েল গেজ থাকে, তাহলে ‘E’ বা ‘Empty’ এর দিকে নেমে যাওয়া মানেই তেল প্রায় শেষ। অনেক স্মার্ট গেজ আবার দূরত্বও দেখায়।

রিজার্ভ মোডে নেওয়ার প্রয়োজন পড়া

পুরোনো বা ম্যানুয়াল ফুয়েল ট্যাপযুক্ত বাইকে যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ট্যাংকের মূল অংশের তেল শেষ-এখন রিজার্ভ চালু করতে হবে।

সচেতন থাকুন, নিরাপদ থাকুন

এই লক্ষণগুলো নজরে রাখলে আপনি আগেভাগেই সতর্ক হতে পারবেন এবং বিপদ এড়াতে পারবেন। তাই নিয়মিত ফুয়েল চেক করুন এবং লম্বা সফরের আগে অবশ্যই রিফিল করুন।

মোটরসাইকেল টিপস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম