-684823c4f1a83.jpeg)
সংগৃহীত ছবি
গরমে স্বস্তি পেতে অনেকে এসি ব্যবহার করেন। কেউ কেউ নতুন এসি কেনে ব্যবহার শুরু করেন। তবে এসি স্বস্তি দিলেও মাস শেষে বিদ্যুৎ বিল আরামে থাকতে দেয় না। বিল বেশি আসায় মাথায় হাত পড়ে অনেকের।
তবে এসি ব্যবহারের কিছু কৌশল জানা থাকলে বিদ্যুৎ বিল কমাতে পারবেন।
জেনে নেওয়া যাক কীভাবে বিদ্যুৎ বিল কমাবেন
- বিইই ৫ স্টার এসি কিনুন। এসির রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ তত কম পুড়বে। যেমন-১ টনের ২ স্টার এসি ১ ঘণ্টা চললে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, তার থেকে কম বিদ্যুৎ খরচ হবে ৫ স্টার এসিতে।
- এসির তাপমাত্রা সর্বদা ২৪ ডিগ্রি সেলসিয়াস বা বেশি তাপমাত্রায় রাখার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ বিল কম আসবে।
- নিয়মিত এসির রক্ষণাবেক্ষণ করুন।
- এসির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল সাশ্রয় হয়। অর্থাৎ ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালালে যে বিল পুড়বে, তার থেকে কম বিল পুড়বে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
- ১৮ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে ৩৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল বাঁচতে পারে।
- ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দেহের পক্ষেও সহ্য করা অনেক সহজ। তাই ২৪ ডিগ্রিতে এসি চালানো সবচেয়ে বেশি কার্যকর।