ঘরে এসি চললে কি এয়ার পিউরিফায়ারের প্রয়োজন হয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:২৮ পিএম

দেশের বিভিন্ন অংশে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শুরু হয়েছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ঘরে ঘরে যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে এসি আর কুলার। যদিও বহু বছর ধরে মধ্যবিত্ত গৃহস্থালীতে জায়গা করে নিয়েছে এসি। কিন্তু ব্যাপক ভাবে ব্যবহার করা হলেও বেশিরভাগ মানুষই এসি-র ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য জানেন না।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের মনে একটাই প্রশ্নের উদ্রেক হয়। আর সেটা হল – ঘরে ইনস্টল করা এসি কি বাতাস পরিশুদ্ধ করতে পারে? কিংবা এসি ব্যবহার করলে কি এয়ার পিউরিফায়ার ব্যবহার না করলেও চলে? অথচ অনেকেই এই বিষয়ে সঠিক উত্তরটা জানেন না। চলুন জেনে নিই-
সহজ ভাষায় উত্তর দিতে গেলে বলা যায় যে, এয়ার কন্ডিশনার বা এসি শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই যন্ত্র ঘরের বাতাস পরিশুদ্ধ করে না। এমনকী একটি এসি ঘরে বাতাস পরিশুদ্ধ করার জন্য এয়ার পিউরিফায়ারের প্রয়োজন হয়।
আসলে ব্যবহারকারীরা যখন HVAC ফিল্টারের বিষয়ে শোনেন, তখন তারা মনে করেন যে, এসি নিজেই ঘরের তাপমাত্রা পরিশুদ্ধ করে দিচ্ছে। আসলে এটা সত্য নয়। এসি মেশিনে থাকা ফিল্টার গুরুত্বপূর্ণ কাজের জন্য দেওয়া হয়। কিন্তু এটি কেবল বাতাসে উপস্থিত কণা বা পার্টিকেলগুলিকে অপসারণ করতে সক্ষম।
ঘরে হিটিং এবং কুলিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয় HVAC ফিল্টার। এই ফিল্টার আসলে ঘরের বাতাস থেকে ধুলো, পরাগরেণু, পোষ্যের লোম এবং আরও ছোট ছোট কণা অপসারণ করতে সাহায্য করে। আসলে ফিল্টারের মধ্যে আটকে যায় এই কণাগুলি। ফলে সারা বাড়ি জুড়ে এই কণাগুলি ছড়িয়ে পড়তে পারে না।
এয়ার কন্ডিশনারের ডাস্ট ফিল্টার কিন্তু ধোঁয়া অথবা জীবাণু বার করে দিতে পারে না। আবার এমন কিছু মডেলও রয়েছে। যার মধ্যে বিল্ট-ইন এয়ার পিউরিফায়ার থাকে। এটি ঘরের বাতাসকে পরিষ্কার রাখতে সহায়তা করে।
যদিও HEPA (High Efficiency Particulate Air) ফিল্টার-সহ যে এয়ার পিউরিফায়ার বাজারে পাওয়া যায়, সেগুলি ধোঁয়া, ভাইরাস এবং দূষণ রোধ করতে কার্যকর ভাবে সহায়তা করে। ফলে ঘরের বাতাস হয়ে ওঠে বিশুদ্ধ। সেই কারণে এটাই সেরা বিকল্প। ফলে বোঝাই যাচ্ছে যে, ঘরের বাতাস যাতে বিশুদ্ধ থাকে, তার জন্য এসি-র পাশাপাশি একটি এয়ার পিউরিফায়ার ব্যবহার করা আবশ্যক।