Logo
Logo
×

লাইফ স্টাইল

কোন প্যারাসিটামল কখন খাবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম

কোন প্যারাসিটামল কখন খাবেন

সংগৃহীত ছবি

জ্বর ও ব্যথা নিরাময়ে প্যারাসিটামলের মতো নিরাপদ ওষুধ খুব বেশি নেই! এই ওষুধ আমাদের দেশে বহুল ব্যবহৃত। অনেকেই শরীরের তাপমাত্রা বাড়লে বা একটু জ্বর জ্বর ভাব দেখলেই প্যারাসিটামল খেয়ে নেন।

কিন্তু চিকিত্সকদের মতে, শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হওয়া পর্যন্ত জ্বরের ওষুধ না খাওয়াই ভাল। আর সামান্য তাপমাত্রা বাড়লেই বা গা ব্যথা করলেই প্যারাসিটামল খেয়ে নেওয়ার অভ্যাসও অত্যন্ত বিপজ্জনক!

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. তাহমীদ কামাল পথ বাতলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোন প্যারাসিটামল কেন ব্যবহার করবেন।

* প্যারাসিটামল 500 mg

▶ ব্যবহার : জ্বর এবং হালকা থেকে মাঝারি ব্যথা যেমন- মাথা, দাঁতের, কানের ও পিরিয়ডের ব্যথা, মচকে যাওয়া, শরীর ব্যথা।

▶ সম্ভাব্য প্রতিক্রিয়া: সাধারণত নিরাপদ, তবে অতিরিক্ত নিলে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে।

* প্যারাসিটামল+ক্যাফেইন

▶ ব্যবহার : জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডাজনিত মাথাব্যথা।

▶ বিশেষত্ব : ক্যাফেইন শক্তি বাড়ায় এবং ব্যথা উপশমে বাড়তি সহায়তা করে।

▶ সম্ভাব্য প্রতিক্রিয়া : অনিদ্রা, গ্যাস্ট্রিকের সমস্যা, হাত কাঁপা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া।

* প্যারাসিটামল 665 mg (Extended Release)

▶ ব্যবহার : দীর্ঘস্থায়ী ব্যথা যেমন-আর্থ্রাইটিস। দিনে ২-৩ বার নেওয়া যায়।

▶ সম্ভাব্য প্রতিক্রিয়া : মাত্রা ছাড়ালে লিভারের ক্ষতি হতে পারে।

* প্যারাসিটামল 1000 mg

▶ ব্যবহার : উচ্চমাত্রার জ্বর বা তীব্র ব্যথার ক্ষেত্রে। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য।

▶ সম্ভাব্য প্রতিক্রিয়া : লিভারের ওপর বেশি চাপ ফেলে, অতিরিক্ত নিলে মারাত্মক ক্ষতি হতে পারে।

* প্যারাসিটামল + ট্রামাডল

▶ ব্যবহার : মাঝারি থেকে তীব্র ব্যথা যেমন-অস্ত্রোপচারের পর, ক্যানসারজনিত ব্যথা।

▶ সম্ভাব্য প্রতিক্রিয়া : মাথা ঘোরা, তন্দ্রা, বমিভাব দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে।

* প্যারাসিটামল 500 mg (Rapid Action Technology)

▶ ব্যবহার: সাধারণ প্যারাসিটামলের মতোই তবে প্রযুক্তির কারণে ২ মিনিটের মধ্যে কাজ শুরু করে।

▶ শর্ত: শুধু ১৮ বছরের বেশি বয়সিদের জন্য।

সতর্কতা

▶ একই সময়ে একাধিক প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন না।

▶ লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।

▶ ট্রামাডলযুক্ত ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শে নিতে হবে।

▶ ডোজ না মেনে চললে এমনকি সাধারণ প্যারাসিটামলও বিপজ্জনক হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম