Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম

ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু

ইরানের হামলায় ইসরাইলের বিরসেবায় একটি ডে-কেয়ার সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি  আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে ৫১ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। ইসরাইলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।

নারীটি হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠার পর আশ্রয়কেন্দ্রে ছিলেন। সেখানেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এছাড়া উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মোট ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সি কিশোর, যিনি শরীরের ওপরাংশে শারপনেলের আঘাত পেয়েছেন। দুই পুরুষ, বয়স যথাক্রমে ৫৪ ও ৪০, যাদের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছে। বাকি ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে এমডিএ।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে চ্যানেল-১২ বলছে, মোট ৩৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। 


ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম